Advertisement

SIR-এ নাম বাদ পড়লে কী হবে? নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে? জানুন সত্যিটা

SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়লে কী করবেন? কী উপায়ে ফের সেই তালিকায় নিজের নাম জুড়বেন? এর সঙ্গে নাগরিকত্ব নিয়ে কি কোনও প্রশ্ন উঠবে?

SIR-এ নাম বাদ পড়লে কী করবেন? SIR-এ নাম বাদ পড়লে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2025,
  • अपडेटेड 2:41 PM IST
  • SIR তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন?
  • নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে?
  • জানুন নাম জুড়ে নেওয়ার উপায়

৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন BLO-রা (বুথ লেভেল অফিসার)। এর মাঝেই মানুষের মনে প্রশ্ন আসছে, কোনও কারণে যদি SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে সেক্ষেত্রে কী হবে? নাগরিকত্ব নিয়ে কি কোনও প্রশ্ন উঠে যাবে? রইল SIR নিয়ে যাবতীয় বিভ্রান্তিক জবাব।

SIR প্রক্রিয়ায় কী কী হবে?
> প্রথম ধাপে BLO আপনার বাড়ি পৌঁছবে। এনুমারেশন ফর্ম দেওয়া হবে আপনাকে। এই ফর্মের ২টি পার্ট রয়েছে। একটি পার্ট BLO নিজের সঙ্গে নিয়ে যাবেন এবং অপরটি আপনার কাছে থাকবে। ২০০২ ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা-মায়ের নাম রয়েছে কি না, তা এই ফর্মে উল্লেখ করতে হবে। যদি নাম থাকে তবে আর কোনও কাগজ আপনাকে দেখাতে হবে না। BLO আপনার বাড়িতে গিয়ে সেটি নিশ্চিত করে জানিয়ে আসবেন। 

> BLO আপনার বাড়ি গেলে তাঁকে কোনও কাগজ দেখাতে হবে না। আপনি সে সময়ে বাড়িতে না থাকলেও কোনও সমস্যা নেই। BLO ৩ বার আপনার বাড়ি গিয়ে খোঁজ নেবেন। বাড়িতে সমস্ত সদস্যের একসঙ্গে ওই সময়ে উপস্থিতিও বাধ্যতামূলক নয়। বাড়ির যে কোনও একজন সদস্য BLO-র থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া বুঝে নিতে পারেন। দেশের বাইরে থাকলে আপনি অনলাইনেও এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। 

> এনুমারেশন পর্ব সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে (৯ ডিসেম্বর)। সেই তালিকায় নিজের নাম মিলিয়ে দেখে নিতে পারেন। অনলাইনে সহজেই এই তালিকা আপনি দেখতে পারবেন। নাম না থাকলে কিছু জরুরি কাগজ জমা করে নাম তুলতে হবে। এরপর ফের ফাইনাল লিস্ট জারি করা হবে (৭ ফেব্রুয়ারি)।   

ফাইনাল লিস্টে নাম না থাকলে কী করবেন?
কমিশনের এক ডেপুটি সিইও আজতক-কে বলেন, 'কোনও কারণে আপনার নাম যদি ফাইনাল ভোটাল লিস্টে না থাকে তবে ঘাবড়াবেন না। সামান্য প্রক্রিয়া অনুসরণ করে আপনি নিজের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন। অনলাইনে কিংবা সরাসরি BLO-র সঙ্গে কথা বলে এই প্রক্রিয়া শুরু করতে পারবেন। ঠিকানার প্রমাণ দেখাতে হবে আপনাকে। সাধারণত ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে পদ্ধতি হয়, SIR-এর ক্ষেত্রেও তাই হবে। খুব সহজ পদ্ধতি অনুসরণ করেই SIR-এর ফাইনাল তালিকায় নাম কাটা গেলে তোলা সম্ভব। তবে থাকতে হবে প্রয়োজনীয় নথি।'

Advertisement

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে?
ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণও নয়। ঠিক একই ভাবে SIR-এর ফাইনাল ভোটার লিস্টে কারও নাম না থাকার অর্থ তাঁর নাগরিকত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলবে না। 

 

Read more!
Advertisement
Advertisement