Advertisement

আপনার এলাকার BLO-এর সঙ্গে কথা বলবেন? এভাবে জোগাড় করুন নম্বর

BLO বা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে। এরপরই SIR প্রক্রিয়ার অন্তর্গত এনুমেরেশন পর্ব শুরু হবে ৪ নভেম্বর থেকে। বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম নিয়ে পৌঁছবেন BLO-রা। কিন্তু জানবেন কীকরে আপনার এলাকার BLO কে?

নিজস্ব চিত্রনিজস্ব চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 1:44 PM IST
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন BLO-রা
  • জানবেন কীকরে আপনার এলাকার BLO কে?
  • সব তথ্য দিল নির্বাচন কমিশন

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা। প্রত্যেক ভোটারকে দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করাবেন তাঁরা। SIR প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটিই। এই ফর্মে দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই হবে খসড়া ভোটার তালিকা। কিন্তু জানবেন কীকরে কে আপনার এলাকার ভোটার? কীভাবে কল বুক করা যাবে তাঁর সঙ্গে? সবটা জানাল কমিশন। 

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটি ভিডিও বার্তায় ব্যাখ্যা করেছেন BLO-র সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া। তিনি বলেন, '৪ নভেম্বর থেকে BLO বাড়ি বাড়ি যাবেন। ভোটার তালিকা সংক্রান্ত কাজে আপনাকে সাহায্য করবেন।'

কীভাবে চিনবেন আপনার BLO কে?
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমে ECINET অ্যাপ বা voters.eci.gov.in-এ গিয়ে 'Connect With Election Officials' বা 'Book A Call With BLO' অপশনে ক্লিক করে ভোটার আইডি নম্বর সাবমিট করতে হবে। এরপরই আপনার এলাকার BLO-র নাম, ফোন নম্বর ভেসে উঠবে ডিজিটাল স্ক্রিনে। 

বর্তমানে চলছে ভোটার এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ। সেই সঙ্গে শুরু হয়েছে BLO-দের প্রশিক্ষণ। ভোটারদের নির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং ফর্ম ফিল-আপ তথা ভর্তি করার কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর বারবার জানিয়েছে,'কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।' বুথ লেভেল অফিসারদের জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। এই গাইডলাইন অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। 

ভোটার বাড়িতে না থাকলে কী হবে?
ভোটারকে দেখা না পেলে, বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে এনুমেরেশন ফর্ম। এমনই নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের। নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের লিঙ্ক দেখে নিতে পারবেন তারা। ভোটারের এপিক নম্বর দিয়ে এই তথ্য পাওয়া যাবে। প্রতিটি এনুমেরেশন ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে স্বাক্ষর করতে হবে। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন, সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে। BLO-কে এনুমেরেশন ফর্ম সংগ্রহ করার জন্য একাধিকবার ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement