Advertisement

Malda: বিজেপি বিধায়কের গাড়ির ইঞ্জিন খোলার অভিযোগ, চাঞ্চল্য মালদার গাজোলে

Malda: বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে গাড়িতে নাশকতার ছক। মালদার গাজোল থানার শঙ্করপুর এলাকার ঘটনা। পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেছেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ।

বিজেপি বিধায়কের গাড়ির ইঞ্জিন খোলার অভিযোগবিজেপি বিধায়কের গাড়ির ইঞ্জিন খোলার অভিযোগ
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 10:13 AM IST
  • বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে গাড়িতে নাশকতার ছক।

বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে গাড়িতে নাশকতার ছক। মালদার গাজোল থানার শঙ্করপুর এলাকার ঘটনা। পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেছেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ। দুষ্কৃতীদের বিরুদ্ধে গাড়ির সামনের ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজও সামনে এনেছেন তিনি। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজোলে।

প্রসঙ্গত, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজতৈনিক পারদ। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলি একে-অপরের বিরুদ্ধে তুলছে ষড়যন্ত্রের অভিযোগ। আর তারই মাঝে এই ধরনের। গাড়িটি যাতে দুর্ঘটনার কবলে পড়ে সেই কারণেই দুষ্কৃতিরা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোদ করেছেন বিজেপি বিধায়ক। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও সামনে এসেছে। জানা গিয়েছে, গাজোল শহর এলাকায় সুকান্ত পল্লীতে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে থাকেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় অভিযুক্তরা। এরপর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন। যা দেখে কার্যত শঙ্কিত সকলে। তবে যেভাবে একেবারে গাজোল শহর এলাকায় এবং জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটেছে, স্বাভাবিকভাবেই উদ্বেগে বিধায়ক থেকে শুরু করে এলাকার মানুষ।

বিধায়কের অভিযোগ গত ২৭ ফেব্রুয়ারি এই কাণ্ড ঘটায় দুষ্কৃতিরা। যাতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি বা তাঁর পরিবারের ক্ষতি হয়। বিধায়ক এই ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, তাঁদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। পুলিশের উপরে ভরসা রাখুন। পুলিশের ঠিক অপরাধীকে খুঁজে বার করবে এবং সঠিক তদন্ত হবে। এর পিছনে বিজেপির দলীয় কোন্দল থাকতে পারে বলেও মনে করছেন তৃণমূলের মুখপাত্র। 

সংবাদদাতা-মিল্টন পাল


 

TAGS:
Read more!
Advertisement
Advertisement