
হাইওয়েতে দ্রুত গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই মৃত্যু হল সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই-এর দায়ের করা মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলের। মৃতের নাম সত্যজিৎ ঘোষ।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। আজ অর্থাত্ ১০ ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের উপর বয়ারমারি এলাকায়। মামলায় অন্যতম স্বাক্ষী গুরুতর জখম ভোলানাথ ঘোষকে ভর্তি করা হয়েছে মিনাখাঁ হাসপাতালে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছেলের
জানা গিয়েছে, এদিন বসিরহাট সাব ডিভিশনাল আদালতে অন্য একটি মামলায় সাক্ষী দিতে গাড়িতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ ও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ। বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে ভোলানাথ ঘোষের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ফাঁকা ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুর মোল্লার। দুর্ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাক চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
দুর্ঘটনা নাকি অন্য কিছু?
কিন্তু এই দুর্ঘটনা ঘিরে শুরু হয়েছে জল্পনা। এটি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে পথের কাঁটাকে সরানোর জন্য এই দুর্ঘটনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। দুর্ঘটনার পর গাড়িটি হাইওয়ের ধারে নয়ানজুলিতে পড়ে যায়। এবিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীকে জানে শেষ করে ফেলার চেষ্টা হয়ে থাকতে পারে। রাজ্য সরকার ও পুলিশের দায়িত্ব সাক্ষীকে নিরাপত্তা দেওয়া।
প্রতিবেদক: স্বপন কুমার মুখোপাধ্যায়