Advertisement

Sourav Meets Mamata: লোকসভা ভোটের আগে নবান্নে মুখ্যমন্ত্রী-সৌরভ বৈঠক, তুঙ্গে জল্পনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার হঠাৎ নবান্নে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁদের এই হঠাৎ সাক্ষাত ঘিরে জল্পনা তুঙ্গে।

নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌরভ।
Aajtak Bangla
  • হাওড়া,
  • 06 Mar 2024,
  • अपडेटेड 7:54 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার হঠাৎ নবান্নে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।
  • আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁদের এই হঠাৎ সাক্ষাত ঘিরে জল্পনা তুঙ্গে।
  • সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান সৌরভ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার হঠাৎ নবান্নে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁদের এই হঠাৎ সাক্ষাত ঘিরে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান সৌরভ। তবে এদিন সৌরভ কেন হঠাৎ নবান্নে গেলেন তা জানা যায়নি। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দেশে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলাতেও একের পর এক চমক দিচ্ছে গেরুয়া শিবির। বুধবারই বারাসাতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাপস রায়। 

এমনই রাজনৈতিক পরিস্থিতিতে বুধবার বিকেলে হঠাৎ নবান্নে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা কথা বলেন তাঁরা।
 
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রায় আধ ঘণ্টা কথা হয়। এদিন বিকেল পাঁচটা নাগাদ নবান্নে প্রবেশ করেন তিনি। এরপর সাড়ে পাঁচটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি। 

এর আগে একাধিকবার বিজেপি নেতৃত্বের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে। তবে কখনই রাজনীতির মাঠে নামেননি তিনি। অমিত শাহ সহ শীর্ষ বিজেপি নেতারা সৌরভের বেহালার বাড়িতেও গিয়েছিলেন।

আবার, মমতার সঙ্গে স্পেন সফর, শালবনীর প্রকল্প নিয়েও বারবার জল্পনা তৈরি হয়েছে। তবে এদিন ঠিক কী নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, তা জানা যায়নি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement