Advertisement

Jaynagar: জয়নগরে BJP তে বড় ভাঙন, ১৯০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগ

সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত পক্ষ। সাংগঠনিকভাবে নিজেদের আরও মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে। তারই মাঝে আবার কোথাও কোথাও কোনও কোনও দলে ভাঙনও দেখা দিচ্ছে। এবার সেই তালিকায় বিজেপি। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১৯০০ কর্মী।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তৃণমূল নেতাদেরবিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তৃণমূল নেতাদের
প্রীতম ব্যানার্জী
  • জয়নগর,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 4:19 PM IST

সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত পক্ষ। সাংগঠনিকভাবে নিজেদের আরও মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে। তারই মাঝে আবার কোথাও কোথাও কোনও কোনও দলে ভাঙনও দেখা দিচ্ছে। এবার সেই তালিকায় বিজেপি। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১৯০০ কর্মী।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি বুথ নেতৃত্বের হাত ধরে একসঙ্গে প্রায় ১৯০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দু'নম্বর ব্লকের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সংগঠন বেশ মজবুত বলেই খবর। গত বিধানসভা নির্বাচনে বিজেপির দলীয় প্রার্থীর সমর্থনে ওই অঞ্চলে উড়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার সেই মায়া হাউরি অঞ্চল থেকে বুথ স্তরের নেতৃত্ব-সহ প্রায় ১৯০০ বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

রবিবার জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস-সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি কর্মী সমর্থকরা। জয়নগর দু'নম্বর ব্লকের মায়া হাউড়ি অঞ্চলে দীর্ঘ ১০ বছর ধরে বিজেপি তাদের সংগঠন ধরে রেখেছে। কিন্তু এবার ঘটে গেল ভাঙন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়কের দাবি, বিজেপির বুথ স্তরের নেতৃত্ব থেকে সাধারণ কর্মী সমর্থকরা বুঝতে পারছেন যে তাঁরা ভুল পথে পরিচালিত হয়েছিলেন। তাই তাঁরা তৃণমূলে যোগদান করলেন।

বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বিজেপি একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যা এখনও বাস্তবায়িত হয়নি। তাই তাঁদের এই সিদ্ধান্ত।
 

Read more!
Advertisement
Advertisement