Advertisement

Sabuj Sathi Cycle: ১০০ টাকা দিলে তবেই 'সবুজসাথী'র সাইকেল? হেডস্যরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে সাইকেল দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা! এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির পাঁচুয়াখালি হাইস্কুলে। এই স্কুলের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
সুচেতা কোনার
  • দক্ষিণ ২৪ পরগনা,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 1:38 PM IST

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে সাইকেল দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা! এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির পাঁচুয়াখালি হাইস্কুলে। এই স্কুলের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। তবে তার জন্য প্রতি সাইকেল পিছু দিতে হচ্ছে ১০০ টাকা। এই নির্দেশ চালু করেছেন স্কুলেরই প্রধান শিক্ষক মহম্মদ জাহাঙ্গীর আলম।

অভিযোগ সরকারি প্রকল্পের সাইকেল নিতে গেলে দিতে হচ্ছে ১০০ টাকা ও এক কপি। অভিভাবকদের অভিযোগ টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা জানাচ্ছেন টাকা না দিলে স্যার বকছেন। তাই কোনও রশিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছেন সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

প্রধান শিক্ষকের অবশ্য দাবি, সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে। সেই সাইকেল আনার গাড়ি খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। নিয়ম না থাকলেও কিছু করার নেই বলেই তাঁর দাবি। এই নিয়ম কোন জেনারেল মিটিং ছাড়াই তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন। 

কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল অবশ্য বিষয়টি জানতে পেরে ছাত্র ছাত্রীদের টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন। এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Read more!
Advertisement
Advertisement