দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। নিম্নচাপ সরে যাওয়ায় দুর্যোগ কিছুটা কমেছে। কিন্তু বৃষ্টি থামেনি। কলকাতার মানুষ এখন ভাবছেন, সপ্তাহান্তে পুজোর কেনাকাটায় ভাটা পড়বে কি না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মূলত উত্তরবঙ্গেই রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সঙ্গে গরম এবং অস্বস্তিও আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ যদিও সপ্তাহান্তে কমতে পারে।
শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্র বৃষ্টি নাও হতে পারে। এই দু’দিনের জন্য বড় কোনও অ্যালার্ট জারি হয়নি। তাই সপ্তাহান্তে কেনাকাটা বা উৎসবের পরিকল্পনায় বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্তই এই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা সপ্তাহান্তে স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দুই দিন পর কিছুটা নামবে পারদ। সমতলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাহাড় সংলগ্ন এলাকায় মিলবে ভারী বৃষ্টির সতর্কবার্তা।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবারও বজায় থাকবে এই সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি, যার পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে তেমন সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।