কালীপুজোয় ব্যাপক ভিড় হয় বারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুর অঞ্চলে। আর সেই ভিড় সামলাতে বিশেষ লোকাল ট্রেন চালু করল পূর্ব রেল। ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। ২০ অক্টোবর থেকে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটায় আরও বেশি ট্রেন চলবে। শুধু তাই নয়, সারা রাত খোলা থাকবে শিয়ালদা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার।
ওই দিন রাতে শিয়ালদা – ডানকুনি, শিয়ালদা – বারাসাত, শিয়ালদা – রানাঘাট, শিয়ালদা – বারুইপুরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। কালীপুজোর দিন আগামী সোমবার শিয়ালদা ডিভিশনের ৬ টি AC লোকাল সহ শহরতলীর সমস্ত ট্রেন পরিষেবা সাপ্তাহিক দিনের সময় সূচি অনুযায়ী চলবে।
নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুপুর ১ টার পরে কোন ট্রেন নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে না। নৈহাটি লোকাল গুলি ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে। EMU স্পেশাল ট্রেন গুলি যাতায়াতের পথে ফ্ল্যাগ স্টেশন ও হল্ট ষ্টেশন সহ সমস্ত ষ্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে সমস্ত টিকিট বুকিং কাউন্টার গুলি ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে গুরুত্বপূর্ণ স্টেশন যেমন, বারসাত, দমদম জংশন, বিধান নগর, কলকাতা, দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর স্টেশনে ‘May I Help You’ বুথ খোলা রাখা হবে। পুলিশ, হাসপাতাল, ফায়ার ব্রিগেড সহ গুরুত্বপূর্ণ ফোন নম্বর গুলি সকলের সামনে রাখা থাকবে। রেল সূত্রে বলা হয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালোপিং লোকাল থাকছে না। সব ট্রেন সব স্টেশনে থামবে। বিশেষ নজর থাকবে দমদম, বারাসাত, নৈহাটি, বিধাননগর রোড স্টেশনে।
উৎসবের মরসুমে এই পরিষেবা দেওয়াই নয়, পূর্ব রেল যাত্রী নিরাপত্তাতেও জোর দিচ্ছে রেল। সুরক্ষার জন্য প্রতিটি স্টেশনে বিশেষ নজরদারি, প্ল্যাটফর্মের ভিড় সামলাতে রেল পুলিশ মোতায়েন করা-সহ একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় থাকবে একটি বিশেষ প্রশিক্ষিত দলও।