Advertisement

SSC Group C Cancel List-SSC Group C Recruitment 2023 : SSC নিয়ে বড় খবর, ৭৮৫ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত

এসএসসি গ্রুপ সি মামলায় গত শনিবারই চাকরি বাতিল হয়েছে ৭৮৫ জনের (SSC Group C Cancel List)। আর এবার বাতিল হওয়া চাকরির শূন্যপদে নতুন নিয়োগের সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। এই বিষয়ে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছে নবম- দশম স্তরে কর্মরত বেশকিছু শিক্ষকের।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 6:57 PM IST
  • এসএসসি-তে নিয়োগ
  • ৭৮৫ শূন্যপদে নিয়োগ
  • জেনে নিন বিস্তারিত

একদিকে চাকরি বাতিল, অন্যদিকে নিয়োগের সিদ্ধান্ত। এসএসসি গ্রুপ সি মামলায় গত শনিবারই চাকরি বাতিল হয়েছে ৭৮৫ জনের (SSC Group C Cancel List)। আর এবার বাতিল হওয়া চাকরির শূন্যপদে নতুন নিয়োগের সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। এই বিষয়ে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছে নবম- দশম স্তরে কর্মরত বেশকিছু শিক্ষকের। আর গত শনিবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জন শিক্ষাকর্মীরও চাকরি বাতিলের নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর তারপরেই নেওয়া হল শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত। 

চাকরি বাতিলের নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনে গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরি বাতিলের (SSC Group C Rejected List) নির্দেশিকা জারি করা হল। প্রসঙ্গত, স্কুলে শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। নবম দশম-এর পাশাপাশি গ্রুপ ডি, গ্রুপ সি পদেও নিয়োগ দুর্নীতিরও তদন্ত করছে তারা। এরমধ্যে স্কুল সার্ভিস কমিশন পৃথকভাবে হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে কর্মরত ৫৭ জন শিক্ষাকর্মীরও নিয়োগপত্র প্রত্যাহারের নির্দেশিকা জারি করে। এবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল যে, খুব তাড়াতাড়িই ওই শূন্য়পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ জানানো হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ মার্চই গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছিল ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর বিরুদ্ধে। ওইদিন এই মামলার শুনানিতে দুপুর ১টা ২ মিনিটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ঠিক ২ ঘণ্টার মধ্যে ওই ৫৭ জনের নামের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই অনুযায়ী বিকেল ৩টে ২ মিনিট পর্যন্ত ছিল সময়সীমা। কিন্তু, তার চেয়ে অনেকটা আগে, ঠিক ৮৯ মিনিটের মাথায় ওই ৫৭ জনের নামের তালিকা প্রকাশ করে কমিশন। আর এবার  শূন্যপদে নিয়োগে সিদ্ধান্ত কমিশনের।

Advertisement

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement