Advertisement

Suvendu Adhikari: যোগ্যদের চাকরি ফেরাতে সুপ্রিম কোর্টে যাক রাজ্য, মুখ্যসচিবকে চিঠি দেবেন শুভেন্দু

শুভেন্দু জানালেন, 'একটি নির্দিষ্ট প্রস্তাব আনা হচ্ছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, বিরোধী পক্ষ থেকে স্পিকারকে একটি চিঠি দেওয়া হবে। সেই চিঠিতে অনুরোধ করা হবে, সরকার যেন যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার ব্যবস্থা করে।' অন্যদিকে মুখ্যসচিব মনোজ পন্থকেও এই বিষয়ে অনুরোধ করে চিঠি লিখবেন বলে জানান শুভেন্দু।

সোমবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী।সোমবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 2:49 PM IST
  • যোগ্যদের চাকরি ফেরানোর চেষ্টায় সুপ্রিম কোর্টে যাক রাজ্য।
  • আগামী ৪ সেপ্টেম্বর এই মর্মেই বিধানসভায় প্রস্তাব দেবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী।
  • মুখ্যসচিব মনোজ পন্থকেও এই বিষয়ে অনুরোধ করে চিঠি লিখবেন বলে জানান শুভেন্দু।

যোগ্যদের চাকরি ফেরানোর চেষ্টায় সুপ্রিম কোর্টে যাক রাজ্য। আগামী ৪ সেপ্টেম্বর এই মর্মেই বিধানসভায় প্রস্তাব দেবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। তাঁর হাতে একটি অনুরোধপত্র তুলে দেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিরা। তাঁদের সামনেই শুভেন্দু জানালেন, 'একটি নির্দিষ্ট প্রস্তাব আনা হচ্ছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, বিরোধী পক্ষ থেকে স্পিকারকে একটি চিঠি দেওয়া হবে। সেই চিঠিতে অনুরোধ করা হবে, সরকার যেন যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার ব্যবস্থা করে।' অন্যদিকে মুখ্যসচিব মনোজ পন্থকেও এই বিষয়ে অনুরোধ করে চিঠি লিখবেন বলে জানান শুভেন্দু।

যোগ্যদের জন্য নয়া প্রস্তাব
বিরোধী নেতার বক্তব্য, অযোগ্যদের নাম প্রকাশ হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকার যেন যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যায়। তাঁর বক্তব্য, 'এতে একটি নজির তৈরি হবে যে, যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার স্বার্থে বিধানসভা থেকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে গ্রহণ করা উচিত।'

তিনি আরও যোগ করেন, '৪ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনের শেষ দিন। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ১,৮০৬ জন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে। কিন্তু বাকিরা তো যোগ্য। তাঁদের চাকরি বহাল করা হোক। আমি এই বিষয়টি হাউসে তুলব। মনোজ পন্থকে লিখব। স্পিকারকেও সর্বদলীয় প্রস্তাব দেওয়া হবে। শঙ্কর ঘোষ স্পিকারকে প্রস্তাবটি দেবেন। ৪ তারিখ বিকেলে সবাই আসবেন।'

গত শনিবার, ৩০ অগাস্ট এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের তার আগে ৭ দিনের মধ্যে এই তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই নির্দেশ মেনেই শনিবার রাত ৮টা নাগাদ এসএসসির সরকারি ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় প্রথমে ১,৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়। পরে রবিবার আরও ২ জনের নাম যোগ করে কমিশন। 

প্রথমে একটি খসড়া তালিকা প্রকাশ করা হলেও সেটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে সঠিক তালিকা প্রকাশ করে কমিশন।

Advertisement

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
রাজ্য স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, অযোগ্য প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন না।

তবে যোগ্য প্রার্থীদের বক্তব্য, 'এই তালিকা আগেই প্রকাশ করা যেত। আমরা এক দশক আগে পরীক্ষা দিয়েছি। নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতায় নামা আমাদের পক্ষে কঠিন।'  

আপাতত ৪ সেপ্টেম্বর বিরোধী দলের প্রস্তাবের দিকেই তাকিয়ে 'যোগ্য' শিক্ষকরা। 

Read more!
Advertisement
Advertisement