Advertisement

SSC Recruitment Corruption: রাত পোহালেই SSC পরীক্ষা, ‘চোর’ তকমা নিয়ে তৃণমূল-বিজেপির সংঘাত

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হয়েছিল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছিলেন। এই অবস্থায় নতুন পরীক্ষার আগে ফের রাজনীতিতে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির কটাক্ষযুদ্ধ। রবিবার এসএসসি পরীক্ষা। এর আগে রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনা ক্রমশ চড়ছে।

কুণাল ঘোষ ও শমীক ভট্টাটার্য।-ফাইল ছবিকুণাল ঘোষ ও শমীক ভট্টাটার্য।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 12:21 PM IST
  • এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হয়েছিল।
  • এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছিলেন।

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হয়েছিল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছিলেন। এই অবস্থায় নতুন পরীক্ষার আগে ফের রাজনীতিতে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির কটাক্ষযুদ্ধ। রবিবার এসএসসি পরীক্ষা। এর আগে রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনা ক্রমশ চড়ছে।

শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর কথায়, 'তৃণমূলের আমলে কোনও স্বচ্ছ পরীক্ষা হয়নি। সব জায়গায় শুধু চুরি। এত চুরি করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এখন মানুষ গোটা দলকেই ‘চোর’ বলছে। তৃণমূল আর চোর-সমার্থক হয়ে গিয়েছে।'

তিনি আরও বলেন, 'তৃণমূল এত চুরি করেছে যে ওরাও জানে আর ক্ষমতায় ফিরবে না। বাংলার মানুষের মনে ওদের জায়গা শেষ হয়ে গিয়েছে। এবারে ক্ষমতা থেকে যাচ্ছেই। এটা শুধু আমরা নই, ভগবান জগন্নাথও বলছে।'

তবে বিজেপির এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বলেন, 'বাংলার মানুষ জানে কারা আসল চোর। কারা দেশটাকে পিছিয়ে দিচ্ছে। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটেও মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না।'

কুণাল আরও অভিযোগ করেন, “'নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই বিরোধীরা সেটাকে বানচাল করার চেষ্টা করে। এবারেও তারা সেই পথেই হাঁটছে।'

 

Read more!
Advertisement
Advertisement