এসএসসি ভবনের সামনে থেকে আপাতত অবস্থান তুলে নিলেন চাকরিহারারা। নিরাপত্তার অভাবেই এই সিদ্ধান্ত তাঁরা নিলেন বলে শুক্রবার bangla.aajtak.in-কে জানালেন সুমন বিশ্বাস। সোমবার থেকে চাকরিহারাদের একাংশ স্কুলেও ফিরবেন বলে জানিয়েছেন। সুমন নিজেও সোমবার স্কুলে যাবেন বলে জানিয়েছেন।
কেন অবস্থান তুললেন চাকরিহারারা?
bangla.aajtak.in-কে সুমন বলেন, 'আমাদের এক আন্দোলনকারী চিন্ময় মণ্ডলকে মারধর করা হয়েছে। সেই পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আমরা ওই অবস্থান থেকে সাময়িক ভাবে স্থগিত করেছি। এটা শুধুমাত্র নিরাপত্তার জন্য তুললাম অবস্থান।' তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন সুমন।
স্কুলে ফেরার প্রসঙ্গে সুমন বলেন, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষকদের ১ দিনের জন্য হলেও স্কুলে ফেরা উচিত। আমি সোমবার স্কুলে যাব। আমার রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সুপ্রিম কোর্টের যে রায়, তাকেও মান্যতা দেব।' তবে অবস্থান তুললেও নিজেদের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'পুলিশ-প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আন্দোলন করেছি। এবার অতর্কিতে করব।'
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। তাঁদের একাংশের সঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ীই করব। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, কিছু রাস্তা ভাঙা থাকতে পারেন, সেই সব পেরিয়েই এগিয়ে যেতে হবে। আমার প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনও ভাবে না যায়, তার ব্যবস্থা আমরা করব। আপনি আপনার কাজ করুন। আপনাকে কেউ চাকরি থেকে বরখাস্ত করেনি।
মেদিনীপুরের সভা থেকে মমতা বলেছেন, 'আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন। মাইনে নিয়ে ভাবতে হবে না। আপনি এ না বি সেটা কোর্ট ঠিক করবে। মাইনে সরকার দেবে, যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁরা দেবেন না।' মমতার সংযোজন, 'আপনার কী যায় আসে, যোগ্য কে, অযোগ্য কে, ওটা দেখার তো দরকার নেই, এটা দেখার জন্য কোর্ট আছে, রাজ্য সরকার আছে। আপনি চাকরি করেন, চাকরি আছে কিনা দেখার দরকার, মাইনে পাচ্ছেন কিনা, সেটা দেখার দরকার, অন্যটা দেখার দরকার নেই।' উল্লেখ্য, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার সন্ধ্যার পর থেকে রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা।
অন্য দিকে, চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, '২৬ হাজার চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তা মুখ্যমন্ত্রী। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি করা হয়েছে।'