Advertisement

MAKAUT Marriage Controversy: প্রথমবর্ষের ছাত্রের সঙ্গে শিক্ষিকার বিয়ে ক্লাসরুমেই? রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ঘটনা VIRAL

ক্লাসরুমের মধ্যে ছাত্র-শিক্ষিকার এহেন বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিয়ের ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোহরগোল পড়ে গিয়েছে। বিতর্ক তুঙ্গে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকাউটে। 

এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2025,
  • अपडेटेड 10:57 AM IST
  • ক্লাসরুমের মধ্যে ছাত্র-শিক্ষিকার এহেন বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
  • এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোহরগোল পড়ে গিয়েছে।
  • বিতর্ক তুঙ্গে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকাউটে। 

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই কিনা বিয়ের আসর! শিক্ষিকার পরনে লাল টুকটুকে শাড়ি। গলায় রজনীগন্ধার মালা। হাতে শাঁখা। সিঁথিতে সিঁদুর। পাত্র হলেন প্রথম বর্ষের এক ছাত্র। তাঁরও গলায় রজনীর মালা। তবে বরের বেশ নেই। পরনে রয়েছে প্যান্ট-টি শার্ট। দুটিতে পাশাপাশি দাঁড়িয়ে। ক্লাসরুমের মধ্যে ছাত্র-শিক্ষিকার এহেন বিয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিয়ের ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোহরগোল পড়ে গিয়েছে। বিতর্ক তুঙ্গে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে ম্যাকাউটে। 

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, বিভাগীয় প্রধানের সঙ্গে না কি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিয়ে হয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের। এই বিয়ের ছবি এবং ভিডিয়ো ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, এ-ও শোনা গিয়েছে যে,বিশ্ববিদ্যালয়ের প্যাডে নিজেদের স্বামী-স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন তাঁরা।  আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে কীভাবে বসল বিয়ের আসর!

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে,  ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। 

বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'ইউনিভার্সিটির একটা প্যাডের উপর লেখাটা দেখা যাচ্ছে। তাই ওঁর (শিক্ষিকা) কাছ থেকে যখন ব্যাখ্যা চাওয়া হল, তখন উনি বললেন, স্যার, এটা একটা সাইকোড্রামার অংশ এবং এটা সবার সামনেই করা হয়েছে ক্লাসরুমের মধ্যে একটা ডেমোনস্ট্রেশন হিসাবে।  যে কারণে এটা নিয়ে কেউ কোনও কথাবার্তা আর বলেনি। উনি নিজেই অনুমতি দিয়েছেন, যাতে সমস্ত জিনিসটা ভিডিয়ো রেকর্ডিং করা হয়। ওঁর বক্তব্য, যেহেতু এটা পার্ট অফ দ্য ক্লাস, তাই একটা রেকর্ড থাকবে। তবুও যেহেতু পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাই পরিষ্কার করে বলা হয়েছে যে, আপনি কিছু দিনের জন্য ছুটিতে থাকুন। একটা তদন্ত কমিটি গড়া হয়েছে। পুরো জিনিসটি খতিয়ে দেখে রিপোর্ট দেবে আমায় কমিটি।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement