Advertisement

Raidighi storm news: রায়দিঘিতে টর্নেডো? ৩ মিনিটের ধ্বংসলীলা, গাছ-বাড়ি লন্ডভন্ড, বিদ্যুত্‍ও নেই

সকাল ১০টা ১৫ মিনিট। সাধারণ নিম্নচাপের বৃষ্টি হচ্ছিল। আচমকাই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া গ্রামে আচমকাই নেমে এল ঝড়।

South 24 Parganas storm: মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড রায়দিঘি, উড়ে গেল ঘরের চালSouth 24 Parganas storm: মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড রায়দিঘি, উড়ে গেল ঘরের চাল
Aajtak Bangla
  • রায়দিঘি,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 1:02 PM IST
  • আচমকাই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া গ্রামে আচমকাই নেমে এল ঝড়।
  • ঝড়ের দাপটে অনেক বাড়ির অ্যাসবেস্টাসের চাল উড়ে যায়।
  • বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়ে। হ

Raidighi storm news: মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট। সাধারণ নিম্নচাপের বৃষ্টি হচ্ছিল। আচমকাই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া গ্রামে আচমকাই নেমে এল ঝড়। মুহূর্তের মধ্যে তছনছ গোটা গ্রাম।

মাত্র তিন মিনিটের ঝড়। কিন্তু তাতেই ভয়ানক অবস্থা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বড় বড় গাছ। সেই গাছে জড়িয়ে ছিঁড়ল বিদ্যুতের তার।

উড়ল অ্যাসবেস্টাস, ভেঙে পড়ল মাটির বাড়ি
ঝড়ের দাপটে অনেক বাড়ির অ্যাসবেস্টাসের চাল উড়ে যায়। কুমড়ো পাড়ার বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়ে। হঠাৎ এই ঝড়ে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।

এক গৃহবধূ জানালেন, 'হঠাৎ এমন ঝড় হবে বুঝতেই পারিনি। বাড়ির অ্যাসবেস্টাসের চাল সব ভেঙে উড়ে গেল। এখন মাথার উপর ছাদ নেই।'

গাছ সরাতে নেমেছেন স্থানীয়রা
ঝড়ের পর দেখা গেল, কুমড়ো পাড়ায় রাস্তার পড়ে বড় বড় গাছ। অগত্যা গাছ সরানোর কাজে নেমেছেন গ্রামের লোকজনই। নিজেদের উদ্যোগেই রাস্তা পরিষ্কার করতে শুরু করেছেন তাঁরা।

বিদ্যুৎ পরিষেবা বন্ধ

গাছ ভেঙে পড়ায় বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। ফলে পুরো এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ।

মাত্র তিন মিনিটেই বিপর্যয়

গ্রামের মানুষ জানালেন, মাত্র তিন মিনিটের ঝড়েই এমন অবস্থা এর আগে কখনও দেখেননি। মাটির বাড়ি, ঘরের চাল উড়ে গিয়েছে। ঝড়ের পর এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ।

Read more!
Advertisement
Advertisement