Advertisement

সংখ্যালঘুদের নিয়ে স্রেফ 'রাজনীতি' করছে TMC, অভিযোগ সুকান্তর

পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়। ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তৃণমূলকে নিশানা করে বলছেন তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়, যাতে করে তাঁদের চাচা মামারা বর্ডার দিয়ে আসতে পারে। তার মানে কি চাচা, মামা বলতে বাংলাদেশি মুসলিমদের কথা বলতে চাইছেন? তা নিয়েই রাজনৈতিক চাপানাউতর শুরু হয়েছে।

সুকান্ত মজুমদারসুকান্ত মজুমদার
বিশাল দাস
  • মালদা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 5:34 PM IST

পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়। ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তৃণমূলকে নিশানা করে বলছেন তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়, যাতে করে তাঁদের চাচা মামারা বর্ডার দিয়ে আসতে পারে। তার মানে কি চাচা, মামা বলতে বাংলাদেশি মুসলিমদের কথা বলতে চাইছেন? তা নিয়েই রাজনৈতিক চাপানাউতর শুরু হয়েছে।

শনিবার মালদহে যান বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন।  

অভিষেক ব্যানার্জির পাঁচালী নিয়ে সুকান্ত মজুমদার বলেন- হিন্দু ধর্মে পবিত্র পাঁচালী লক্ষ্মীর পাঁচালী। ছোটবেলায় মা যেদিন পুজো করত পড়তেন না আমি পাঁচালী করে পুজো করতাম। তৃণমূল এই পাঁচালীকে চুরির পাঁচালীতে পরিণত করেছে। ওদের নেতারা কোথায় কোথায় কাটমানি খেয়েছে, কী কি চুরি করেছে গ্রামেগঞ্জে সকলেই বলতে পারবে। আর তৃণমূলের কিসের যুদ্ধ। পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়। ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে।

SIR প্রসঙ্গে  সুকান্ত বলেন- SIR করা নির্বাচন কমিশনের কাজ। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা থেকে অনেক ছোট রাজ্য যেগুলো রয়েছে তাতে বেশি নাম কাটা গেছে। আমরা ব্যক্তিগত ভাবে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে বিএল ওরা আছে তারা অনেক নাম কাটেনি।

দুর্গাপুরে বাংলাদেশী অনুপ্রবেশকারী নিয়ে সুকান্ত মজুমদার বলেন- আলিপুরদুয়ার বিহার ও দক্ষিণ ২৪ পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও উদ্বাস্তুরা এসেছে। হিন্দু যারা উদ্বাস্তু আছে তারা নাগরিকত্ব পাবে CAA-র মাধ্যমে এটা আইনসভার সিদ্ধান্ত।

মালদাহের চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে সুকান্ত মজুমদার বলেন- পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। পশ্চিমবঙ্গে পুলিশ আছে কোথায় সবই পিসি ভাইপো দের বাড়ী পাহারা দিতে ব্যস্ত। পুলিশ কখনো টেবিলের নিচে পালা।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement