Advertisement

Sukanta Majumdar vs Kalyan Banerjee: 'ভেবেছিলাম বন্দুক নিয়ে...', কল্যাণের চ্যালেঞ্জের পরদিন শ্রীরামপুরে বুলেট নিয়ে সুকান্ত

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা বাইক ব়্যালি করলেন সুকান্ত মজুমদার। তিনি কনভয় ছেড়ে শ্রীরামপুরে বুলেট নিয়ে ঘুরলেন। সঙ্গে পাল্টা হুঁশিয়ারিও দিলেন তৃণমূলের সাংসদকে।

শ্রীরামপুরে বুলেট নিয়ে সুকান্ত শ্রীরামপুরে বুলেট নিয়ে সুকান্ত
Aajtak Bangla
  • শ্রীরামপুর ,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 3:39 PM IST
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সুকান্ত
  • শ্রীরামপুরে করলেন বুলেট ব়্যালি
  • পাল্টা তাঁকে হুঁশিয়ারিও দিলেন BJP সাংসদ

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার। শনিবার শ্রীরামপুরে কল্যাণের সংসদ এলাকায় বাইক ব়্যালি করে কার্যত শক্তি প্রদর্শন করলেন সুকান্ত। নিজের কনভয় ছেড়ে কল্যাণের এলাকায় ঢোকার সময়ে বুলেট বাইকে চাপেন সুকান্ত। জানান, গোটা এলাকা এই বাইক চালিয়েই ঘুরবেন তিনি।

সুকান্তর হুঙ্কার
এদিন সুকান্ত মজুমদারের পিছনে দেখা যায় BJP কর্মীদেরও। সকলেই বাইকে চেপে শ্রীরামপুরে ব়্যালি করেন। তারই মাঝে বাইক থামিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, 'শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির খাতা খুলবে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ রিজেক্ট করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ ভারতীয় রাজনীতিতে মানানসই নয়।'

সরাসরি কল্যাণকে বার্তা দিয়ে সুকান্ত বলেন, 'আপনি আমায় তুই তোকারি করতেই পারেন কিন্তু আমি আপনাকে দাদা বলেই ডাকব। কারণ নরেন্দ্র মোদী আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের হারানোর ব্যবস্থা আমরা করে রেখেছি।' তিনি আরও বলেন, 'তৈরি থাকুন। ঝান্ডা আর ডান্ডার বাড়ি তৃণমূলকে দেখাব। ভেবেছিলাম কল্যাণদা আজ বন্দুক, কামান নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবেন। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকারও করলাম। কিন্তু আপনাকে পেলাম না কোথাও। চু কিৎকিৎ শুরুই করতে পারলেন না। তার আগেই ফুঁস হয়ে গেলেন।'

কল্যাণের হুঁশিয়ারি
সুকান্ত মজুমদার বলেছিলেন, 'SIR নিয়ে কোনও গন্ডগোল হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে।' এরই পাল্টা তাঁকে আক্রমণ শানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না নির্বাচন কমিশন, স্তব্ধ করে দেব। ওই যে ছোঁড়াটা যে মন্ত্রী হয়েছে, দেখ না CISF যে গুলি নিয়ে চলে...ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মস্তানি বের করে দেব। বালুরঘাটে সেবার ১০ হাজার ভোটে জিতেছে। এবার দেখছি আমরা...বাংলার মানুষকে চিনিস না....উত্তরপ্রদেশ দেখাস! দু'চারটে সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যাবে। মাটি জীবনে দেখেছে? অফিসে বসে প্রেসের কাছে বক্তৃতা দিচ্ছে, আয় না আমাদের কাছে বক্তৃতা দিতে। আয় তুই শ্রীরামপুরে! তারপর তুই ঘরে ফিরে যাস কীভাবে দেখব!'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement