Advertisement

পৃথক রাজ্যের দাবি সমর্থন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফের থানায় তৃণমূল

উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছিল বিজেপি সাংসদ জন বারলা। তাতে সুর মিলিয়ে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।

বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 24 Jun 2021,
  • अपडेटेड 1:51 PM IST
  • ফের এর বিজেপি বিধায়কের সমর্থন রাজ্য ভাগে
  • বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলে এফআইআৎ
  • তৃণমূলের তরফে অশান্তি প্রতিহত করতে আন্দোলনের হুমকি

পৃথক উত্তরবঙ্গের দাবিতে সুর মেলানোয় বিজেপি বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ দায়ের তৃণমূলের।

শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছিল বিজেপি সাংসদ জন বারলা। তাতে সুর মিলিয়ে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন

পৃথক রাজ্য়ের দাবি

উত্তরবঙ্গ পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, এই দাবিতে সরব হয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ। তারপর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। সম্প্রতি জন বারলার এই দাবিতে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মঙ্গলবার বিজেপি সাংসদের এই দাবিকে সমর্থন জানিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই আলাদা হলে কী সমস্যা?

শিখাদেবী অশান্তি ছড়াতে চাইছেন

শিখাদেবীর এই মন্তব্য বিচ্ছিন্নতাবাদী, শান্তিভঙ্গকারী এবং উসকানিমূলক বলে অভিযোগ এনে বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি দেবাশিস প্রামাণিকের নেতৃত্বে থানায় এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এনজেপি থানায়। এদিন থানায় অভিযোগ এর মাধ্যমে তৃণমূলের তরফে দাবি করা হয় অবিলম্বে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত বিধায়কের গ্রেপ্তারির দাবি জানানো হয়।

তৃণমূল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রতিহত করবে

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি বিধায়ক সহ বেশ কিছু বিধায়ক। তবে শান্ত রাজ্যেকে কোনওভাবেই অশান্ত হতে দেবে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একইসাথে এদিন তিনি বলেন, উত্তরবঙ্গে আগের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কিন্তু বিধায়ক বারবার উত্তরবঙ্গকে অশান্ত করার জন্য নানারকম উস্কানিমূলক মন্তব্য করছেন। আগামী দিনে উন্নয়নের দাবিতে বিধায়কের বাড়ি ঘেরাও করবে তৃণমূল।

শিখাদেবীর দাবি

অন্যদিকে এই প্রসঙ্গে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত তাই উত্তরবঙ্গকে উন্নয়নের জন্য পৃথক করার কথা বলা যদি অন্যায় হয় তবে সেই অন্যায় আমি মেনে নিচ্ছি। আসলে আমার অপরাধ আমি বিজেপি করি। তবে এইসব তৃণমূলের শুধু মানুষকে হয়রানি করা আর কিছুই নয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement