Advertisement

Sandeshkhali Case: রাজ্যের সন্দেশখালি-ধাক্কা,দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, CBI-হাতেই শাহজাহান?

সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না রাজ্য সরকার। দ্রুত শুনানির আর্জি বুধবার খারিজ করে দিল শীর্ষ আদালত। কবে এবং কোন বেঞ্চে শুনানি হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি। অন্য দিকে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Mar 2024,
  • अपडेटेड 11:27 AM IST
  • সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না রাজ্য সরকার।
  • দ্রুত শুনানির আর্জি বুধবার খারিজ করে দিল শীর্ষ আদালত।
  • কবে এবং কোন বেঞ্চে শুনানি হবে, তা ঠিক করেন প্রধান বিচারপতি।

সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না রাজ্য সরকার। দ্রুত শুনানির আর্জি বুধবার খারিজ করে দিল শীর্ষ আদালত। কবে এবং কোন বেঞ্চে শুনানি হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি। অন্য দিকে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। যে ঘটনা ঘিরে সরগরম রাজনীতির ময়দান। ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। মঙ্গলবার এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিআইডি হেফাজতে থাকা নথিপত্র এবং শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কিন্তু সেই নির্দেশের পরও এখনও পর্যন্ত শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি। 

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সে কারণেই এখনও শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি বলে যুক্তি রাজ্যের। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয় রাজ্য। দ্রুত শুনানির আর্জি জানানো হয়। বুধবার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। 

গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত উত্তর ২৪ পরগনার ওই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালি। গ্রেফতার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। পরে জামিন পান বিকাশ। গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদকেও। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকেও। তবে শাহজাহান এতদিন অধরা ছিলেন। তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। অবশেষে পুলিশি জালে তৃণমূলের দাপুটে নেতা। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করা হয়। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement