Advertisement

Supreme Court SSC Case: আরও ৮ মাস চাকরি থাকবে, মাইনেও পাবেন যোগ্য শিক্ষকরা, ঠিক কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? বিস্তারিত

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার SSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। কিন্তু এই প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল এসএসসি-র তরফে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 2:45 PM IST
  • ডেডলাইন বাড়াল সুপ্রিম কোর্ট
  • স্থায়ী সমাধান তো কিছু হচ্ছে না
  • আরও ৮ মাস সবেতন চাকরি

SSC মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের প্যানেলে চাকরি বাতিল হয়ে যাওয়া যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মাইনে পাওয়া ৩১ ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে না। এই ডেডলাইন ৮ মাস পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যার নির্যাস, ৩১ অগাস্ট পর্যন্ত যোগ্য শিক্ষকরা মাইনে পাবেন ও নিয়মিত চাকরিও করবেন।

ডেডলাইন বাড়াল সুপ্রিম কোর্ট

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার SSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। কিন্তু এই প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল এসএসসি-র তরফে। সেই আবেদন নিয়ে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি ছিল। আইনি জটিলতার কারণে নবম দশম, একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই আবেদনেই সাড়া দিল সুপ্রিম কোর্ট।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগাস্টের শেষ পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানানো হয়েছিল।'

স্থায়ী সমাধান তো কিছু হচ্ছে না

যদিও সুপ্রিম কোর্টের এই নির্দেশে চাকরিহারা যোগ্য প্রার্থীরা খুব একটা আশার আলো দেখছেন না। তাঁদের বক্তব্য, এটা সাময়িক স্বস্তি। কিন্তু স্থায়ী সমাধান তো কিছু হচ্ছে না।  যোগ্য শিক্ষকদের তরফে অন্যতম প্রতিনিধি মেহবুব মণ্ডলের কথায়, 'যে সময়সীমা বৃদ্ধি হয়েছে, তা আমরা ইতিবাচক ভাবে দেখছি। এই সময়সীমা না বাড়লে যাঁরা গত পাঁচ বছর ধরে চাকরি করছিলেন, তাঁরা বেতনহীন হয়ে পড়তেন। আশা করব অগাস্ট মাসের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।'

Advertisement

আরও ৮ মাস সবেতন চাকরি

ব্যাপক দুর্নীতির জেরে প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিলের পরে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট এসএসসি-কে নির্দেশ দেয়, নতুন করে প্যানেল গঠনের পরে যে নিয়োগ প্রক্রিয়া হবে, তার পুরো প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতেই হবে। একই সঙ্গে বাতিল হওয়ার যোগ্য শিক্ষকের চাকরি ও মাইনে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই সব যোগ্য প্রার্থীরা আরও ৮ মাস সবেতন চাকরি করতে পারবেন। 

Read more!
Advertisement
Advertisement