Advertisement

Humayun Kabir: ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার করে দেবেন, প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবীর

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা-বোনের দের জন্য চালু করা এই সামাজিক প্রকল্প ২০২৪-এর লোকসভা ভোটে ভাল ফলও দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। ২০২১ সালে বিধানসভা ভোটের পর চালু হওয়া এই প্রকল্পে ছব্বিশের বিধানসভা ভোটের আগে টাকা বাড়াবেন মুখ্যমন্ত্রী।

হুমায়ুন কবীরহুমায়ুন কবীর
সুজয় ঘোষ
  • কলকাতা,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 7:12 PM IST
  • রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা-বোনের দের জন্য চালু করা এই সামাজিক প্রকল্প ২০২৪-এর লোকসভা ভোটে ভাল ফলও দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। ২০২১ সালে বিধানসভা ভোটের পর চালু হওয়া এই প্রকল্পে ছব্বিশের বিধানসভা ভোটের আগে টাকা বাড়াবেন মুখ্যমন্ত্রী। এই জল্পনা এখন তুঙ্গে। এবার এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মুখ খুললেন হুমায়ুন কবীর। 

এটা তো জানা কথাই আগামী বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হুমায়ুন কবীরের দাবি, তাঁর দলকে যদি বাংলার মানুষ ক্ষমতায় আনেন তাহলে তাঁরা এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে দিয়ে তাঁর দল রাজ্যের সব মহিলাকে মাসে তিন হাজার টাকা করে দেবেন। তিনি আরও জানান, আবাস যোজনায় ১ লক্ষ ২০ হাজার টাকার বদলে দু-লক্ষ টাকা করে দেবেন তিনি। ওই নেতা বলেন, তৃণমূল মিথ্যাচার করে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরির জন্য ১৬ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলেন। আরও আট লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেবেন বলেছিলেন। কিন্তু দেননি। মিথ্যাচার করেছেন। যে নেতা এই মন্তব্য করেছেন তিনি হুমায়ুন কবীর। 

সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক বলেন, রাজ্যের পুরো মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপর ভরসা রাখবেন। যদি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিকমতো থাকেন তাহলে মুসলিমদের ৯০ শতাংশ ভোট কিন্তকু জনতা উন্নয়ন পার্টির ঝুলিতেই চলে আসবে। হুমায়ুনের দাবি, বাকী ১০ শতাংশ ভোট হিন্দুরাও দেবেন রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে। তিনি আরও বলেন জনতা উন্নয়ন পার্টির ব্রিগেড সমাবেশেও প্রচুর হিন্দু থাকবেন।

প্রতিবেদনঃ স্বপন কুমার মুখার্জি
 

Read more!
Advertisement
Advertisement