Advertisement

Suvendu Adhikari: 'বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে', চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে তাঁর কনভয়ে হামলার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বিভিন্ন এলাকায় গিয়েছিলেন তিনি।

সুন্দরবনে কনভয়ে হামলার চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু।সুন্দরবনে কনভয়ে হামলার চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 5:17 PM IST
  • দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে তাঁর কনভয়ে হামলার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • রবিবার রাতে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বিভিন্ন এলাকায় গিয়েছিলেন তিনি।
  • অভিযোগ, সেই সময়ই একাধিক জায়গায় তাঁর কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে তাঁর কনভয়ে হামলার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বিভিন্ন এলাকায় গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই একাধিক জায়গায় তাঁর কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।

শুভেন্দুর দাবি, এই হামলা শাসক দলের পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর কথায়, 'বাংলাদেশ থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারীদের উস্কানি দেওয়া হচ্ছে। তাঁদের দিয়েই হামলা চালানো হয়েছে।'

বিজেপি নেতার অভিযোগ, কাশীনগর, কুলতলি, খুটিবাজার, রায়দিঘি, নবদোকান ও কৃষ্ণচন্দ্রপুর, এই ছ’টি জায়গায় তাঁর কনভয়ে হামলা চালানো হয়। তাঁর আইনজীবী ইতিমধ্যেই স্থানীয় থানাগুলিতে একাধিক অভিযোগ দায়ের করেছেন।

শুভেন্দু জানান, তাঁর সফরসূচি আগেভাগেই সুন্দরবন জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ তাঁর নিরাপত্তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, 'পুলিশ শুধু ব্যর্থ নয়, হামলাকারীদের জমায়েতে সাহায্যও করেছে।'

বিজেপি নেতার আরও দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁর নিরাপত্তা নিয়ে উদাসীন রাজ্য প্রশাসন। শুভেন্দু বলেন, 'হাইকোর্ট আগেই রাজ্য সরকারকে আমার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই আদেশও মানা হয়নি।'

তিনি আরও জানান, এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনই দায়ী। তাঁর কথায়, 'এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশের। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'

শুভেন্দু এক্স-এ লেখেন, 'গতকাল ১৯ অক্টোবর আমি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সুন্দরবনে গিয়েছিলাম। একাধিক জায়গায় আমার উপর হামলা হয়। পুলিশ আগেই বিষয়টি জানত। তবুও কোনও ব্যবস্থা নেয়নি।'

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read more!
Advertisement
Advertisement