Advertisement

Suvendu Adhikari: 'বিধানসভায় বিজয় সম্মেলন,' তিন রাজ্যে BJP জিততেই ঘোষণা 'সাসপেন্ড' শুভেন্দুর

তিন রাজ্যে গেরুয়া ঝড়। বিজেপির এই সাফল্য ২০২৪-এর লোকসভা ভোটেরই ট্রেলার। এমনটাই মনে করছেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা। রবিবার সকালে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় ও তেলেঙ্গানা- চার রাজ্যে ছিল বিধানসভা ভোটের গণনা ছিল। বেলা যত এগিয়েছে, তিন রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা তত স্পষ্ট হয়েছে। আর তারই সঙ্গে বেড়েছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের উচ্ছাস। 'লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে,' ভোটের ফল দেখে আশাবাদী শুভেন্দু অধিকারী। 

Suvendu AdhikariSuvendu Adhikari
Aajtak Bangla
  • কাঁথি,
  • 03 Dec 2023,
  • अपडेटेड 3:19 PM IST
  • তিন রাজ্যে গেরুয়া ঝড়। বিজেপির এই সাফল্য ২০২৪-এর লোকসভা ভোটেরই ট্রেলার। এমনটাই মনে করছেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা।
  • রবিবার সকালে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় ও তেলেঙ্গানা- চার রাজ্যে ছিল বিধানসভা ভোটের গণনা ছিল। বেলা যত এগিয়েছে, তিন রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা তত স্পষ্ট হয়েছে।
  • 'লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে,' ভোটের ফল দেখে আশাবাদী শুভেন্দু অধিকারী। 

তিন রাজ্যে গেরুয়া ঝড়। বিজেপির এই সাফল্য ২০২৪-এর লোকসভা ভোটেরই ট্রেলার। এমনটাই মনে করছেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা। রবিবার সকালে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় ও তেলেঙ্গানা- চার রাজ্যে ছিল বিধানসভা ভোটের গণনা ছিল। বেলা যত এগিয়েছে, তিন রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা তত স্পষ্ট হয়েছে। আর তারই সঙ্গে বেড়েছে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের উচ্ছাস। 'লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে,' ভোটের ফল দেখে আশাবাদী শুভেন্দু অধিকারী। 

'লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে...'
এদিন  কাঁথির একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিজেপি দলনেতা। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন। বিজেপি কর্মীদের সঙ্গে 'মোদী মোদী' স্লোগানে গলা মেলান। তারপর উচ্ছাসের সুরে তিনি বলেন, 'লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদীর সঙ্গে আছেন।'  
 

বিধানসভায় উদযাপন
সম্প্রতি বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে সেই বিধানসভাতেই তিন রাজ্যে বিজেপির জয়ের উদযাপন করা হবে বলে জানান শুভেন্দু। তিনি বলেন, 'আগামীকাল বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিজয় সম্মেলন করবেন এবং লাড্ডু বিতরণ করবেন। বিজয় উল্লাস পালন করা হবে। রাস্তার পাশেও লাড্ডু বিতরণ করবেন বিজেপির বিধায়করা।' 

'তেলেঙ্গানাতেও আমাদের ভাল ফল'
শুভেন্দু আরও বলেন, 'শুধু তিনটে রাজ্য জেতা নয়। তেলেঙ্গানাতেও আমাদের ভাল ফল হয়েছে। পশ্চিমবঙ্গেও ফল ভাল হবে।' এরপর সরাসরি আক্রমণ হেনে তিনি বলেন, 'এই সরকার ২৬ সাল পর্যন্ত টিকবে না। সাধারণ মানুষ বিজেপি কর্মীদের মেন্ডেট দেবেন এই চোর সরকারের অচিরেই বিদায় হবে।'

'বাঙালি ভোটারদের নিয়ে প্রচার'
এদিন শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আঘাত হেনে বলেন, 'আমি ওনাকে বলব কালো শাড়ি পড়ে যেতে। আমি ছত্তিশগড়ে বাঙালি ভোটারদের নিয়ে প্রচারে গিয়েছিলাম। সেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছি।'

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রমেন সিং তাঁকে ফোনে ধন্যবাদ জানান বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন 'ত্রিপুরাতেও আমি দেখেছি, বাঙালিরা এগিয়ে এসে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন। তেমনই এই রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement