Advertisement

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে আটক পুলিশ আধিকারিক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজনকে আটক করল CID। ধৃতের নাম সুশান্ত যশ।

আটক সুশান্ত যশ
তাপস ঘোষ
  • কাঁথি ,
  • 18 Jul 2021,
  • अपडेटेड 8:49 AM IST
  • শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজনকে আটক করল CID
  • ধৃতের নাম সুশান্ত যশ, আজই তাঁকে আটক করেন গোয়েন্দারা
  • শুভব্রত চক্রবর্তীর মতো সুশান্ত যশও তৎকালীন সময়ে শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজনকে আটক করল CID। ধৃতের নাম সুশান্ত যশ। আজই তাঁকে আটক করেন গোয়েন্দারা। 

জানা গিয়েছে, শুভব্রত চক্রবর্তীর মতো সুশান্ত যশও তৎকালীন সময়ে শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মামলার তদন্তে নেমে আজ কাঁথি থানায় সুশান্তকে ডেকে পাঠান গোয়েন্দারা। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দা সংস্থার দুই সদস্যের প্রতিনিধিদল।

আরও পড়ুন : 'দলের অনেকের আত্মতুষ্টির কারণে খারাপ ফলাফল', বিস্ফোরক শুভেন্দু
 
প্রসঙ্গত, শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় CID এই প্রথম কোনও পুলিশ আধিকারিককে আটক করল। পুলিশ সূত্রে খবর, সুশান্ত বর্তমানে তমলুক পুলিশ লাইনে কর্মরত ছিলেন। 

আজ দুপুর ২:৪৫ থেকে  বিকেল ৫:২০ পর্যন্ত  জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তকে। CID সূত্রে খবর, ওই পুলিশ আধিকারিকের কথায় অনেক অসঙ্গতি পাওয়া যায়।  সেই কারণে তাঁকে আটক করা হয় ও দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। 

প্রসঙ্গত, শুভব্রত চক্রবর্তীর ২০১৮ সালে মৃত্যু হয়। চলতি মাসের প্রথম দিকে সেই মৃত্যুর তদন্তের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। তদন্ত শুরু করে CID। গোয়েন্দারা শুভেন্দু অধিকারীর বাড়িতে ২ দিন যান। শান্তিকুঞ্জের সামনে যে বাড়িতে থাকতেন শুভব্রত তার ভিডিওগ্রাফিও করেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement