Advertisement

Suvendu-Mamata: 'ভবানীপুরেও হারবেন...' নন্দীগ্রাম খোঁচা দিয়ে মমতাকে ছাব্বিশের চ্যালেঞ্জ শুভেন্দুর

বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন, 'শুধু নন্দীগ্রাম নয়, আপনি ভবানীপুরেও হারবেন। হিন্দুদের ঐক্যবদ্ধ করে হারাব।' 

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 5:55 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • বললেন, 'শুধু নন্দীগ্রাম নয়, আপনি ভবানীপুরেও হারবেন। হিন্দুদের ঐক্যবদ্ধ করে হারাব।' 
  • মঙ্গলবার মমতা বনাম শুভেন্দু বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি।

বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন, 'শুধু নন্দীগ্রাম নয়, আপনি ভবানীপুরেও হারবেন। হিন্দুদের ঐক্যবদ্ধ করে হারাব।' 

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান শুভেন্দু। সে বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নিজের কেন্দ্র ভবানীপুর থেকে সরে গিয়ে নন্দীগ্রামে লড়েন মমতা। টানটান লড়াইয়ে শেষমেশ, শুভেন্দুর কাছে হারতে হয় মমতাকে। সেই ফল নিয়ে প্রায়শই খোঁচা দেন বিরোধী দলনেতা। এবার মমতার নিজের কেন্দ্র ভবানীপুরেও তাঁকে পরাজিত করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। 

মঙ্গলবার মমতা বনাম শুভেন্দু বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণের সময় বাইরে বিক্ষোভ দেখান শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। পরে মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, 'মহাকুম্ভে পুণ্যস্নান করে হিন্দুরা একত্রিত হয়েছেন, তাই মমতা আতঙ্কিত। রাজ্য থেকে প্রায় ২ কোটি হিন্দু কুম্ভে গিয়েছেন। কুম্ভ দেখে ভয় পাচ্ছেন। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে হিন্দুরা একত্রিত হয়েছেন, তাই আতঙ্কিত।'

শুভেন্দু এদিন এ-ও বলেছেন, 'আগামী কয়েকটা মাস আপনি আছেন, গোটা বাংলা জুড়ে একটাই আওয়াজ দফা এক দাবি এক, মমতার পদত্যাগ।' তিনি আরও বলেছেন, 'আপনি তোষণের রাজনীতি করছেন। তোষণের নামে হিন্দু ধর্মকে কার্যত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন...এই সরকার কর্মচারী বিরোধী সরকার, কর্মসংস্থান নেই। মুখ্যমন্ত্রী বাংলাকে শেষ করে দিয়েছেন।' শুভেন্দু বলেন, 'আপনাকে আমরা তাড়াবো। মহারাষ্ট্রে জিতেছি, দিল্লিতেও আমরা জিতেছি। ২০২৬ সাল বাংলার। বাংলা থেকে এঁদের তাড়াতে হবে। তৈরি হন।'
 

Read more!
Advertisement
Advertisement