Suvendu on Murshidabad Unrest: মুর্শিদাবাদের জলঙ্গির বিডিও অফিস ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের সময় সরকারি সম্পত্তি ধ্বংসের ছবি দেখা যাচ্ছে। সেই ভিডিও পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হামলাকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি করলেন শুভেন্দু। পাশাপাশি বললেন, 'রাজ্যে তাতে অক্ষম হলে, কেন্দ্রীয় সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক'।
শুভেন্দু ঠিক কী লিখেছেন পড়ুন:
'মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও অফিসে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদী সেজে উগ্রপন্থীদের নৃশংস ভাঙচুরের ঘটনায় আমি ক্ষুব্ধ এবং তীব্র ধিক্কার জানাই।
এটা প্রতিবাদ নয়, বরং পূর্বপরিকল্পিত হিংসা, গণতন্ত্র ও শাসনব্যবস্থার উপর জিহাদিদের আক্রমণ। ওরা আধিপত্য বিস্তার করতে এবং আমাদের সমাজের অন্যান্য সম্প্রদায়ের মনে ভয় ধরাতে এমনটা করছে।
জনসাধারণের সম্পত্তি নষ্ট করা হয়েছে, সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া হয়। প্রতিবাদের নাম করে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীরবতা বড়ই দৃষ্টিকটু লাগছে। তিনি এই ধরনের অনাচারে প্রশ্রয়, উস্কানি দিচ্ছেন কেন?
এই সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দায় রাজ্য সরকার কোনও স্পষ্ট বিবৃতি জারি করছে না কেন?
ভোটব্যাঙ্কের রাজনীতি কি পশ্চিমবঙ্গের জনগণ এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?
অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। আইনের কঠোরতম ধারায় তাদের বিচার করতে হবে। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত।
যদি রাজ্য সরকারের সেই ক্ষমতা না থাকে, তাহলে দয়া করে কেন্দ্রীয় সরকারের সহায়তা নিন।'
I am deeply outraged and vehemently condemn the atrocious incident of vandalism at the Jalangi BDO Office in Murshidabad District, carried out by radical elements masquerading as protestors against the Anti-Waqf Law.
Let it be known that this was not an act of protest, rather a… pic.twitter.com/vexakFnNBi
মুর্শিদাবাদে অশান্তি তুঙ্গে
উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতা কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতি থানার সাজু মোড় এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, সুতি ও সামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গোলমাল চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ভাঙচুর চালানোয় অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এর পাশাপাশি নিমতিতা স্টেশনে ট্রেন লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ঘটনার জেরে ২টি ট্রেন বাতিল করা হয়। ৫টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ জওয়ানদের নিয়োগ করা হয়।