Advertisement

Suvendu Adhikari: সেই মোথাবাড়িতে শুভেন্দু, কী হয়েছিল? CBI-NIA তদন্ত চাইছেন বিরোধী দলনেতা

মোথাবাড়ির ঘটনায় এনআইএ-সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মোথাবাড়িতে গিয়েছেন শুভেন্দু। সেখানে সংবাদমাধ্যমে এনআইএ-সিবিআই তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেছেন, 'মোথাবাড়িতে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।'

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2025,
  • अपडेटेड 11:10 AM IST
  • মোথাবাড়ির ঘটনায় এনআইএ-সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মোথাবাড়িতে গিয়েছেন শুভেন্দু।
  • তিনি বলেছেন, 'মোথাবাড়িতে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।'

মোথাবাড়ির ঘটনায় এনআইএ-সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মোথাবাড়িতে গিয়েছেন শুভেন্দু। সেখানে সংবাদমাধ্যমে এনআইএ-সিবিআই তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেছেন, 'মোথাবাড়িতে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।'

কলকাতা হাইকোর্টের নির্দেশে মোথাবাড়ি থানার অন্তর্গত ৪টি জায়গায় যেতে পারবেন শুভেন্দু। সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। 

প্রসঙ্গত, কয়েক দিন আগে অশান্তি ছড়ায় মালদার মোথাবাড়িতে। দোকান, গাড়িতে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। ঘটনার প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। 

মোথাবাড়ি যেতে চেয়েছিলেন রাজ্য  বিজেপি সভাপতি সুকান্ত  মজুমদার। তবে তিনি পুলিশের বাধা পান বলে অভিযোগ। এরপরেই মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলায় শুভেন্দুকে মোথাবাড়ি যেতে অনুমতি দেয় আদালত। 

অন্য দিকে, জমিয়ত-ই-উলেমার বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, 'যেভাবে ওরা পুলিশের সামনে গেরুয়া পতাকা ছিঁড়েছে, সেটা লজ্জার। গতকাল হিন্দু সংগঠনগুলি এফআইআর দায়ের করেছে। আজ আমরা ডিসি সেন্ট্রালের দফতরে প্রতিবাদজ প্রদর্শন করব। আগামীকাল হনুমান জয়ন্তীতে রাজ্যব্যাপী প্রতিবাদ হবে।'

Read more!
Advertisement
Advertisement