Advertisement

Suvendu Adhikari: দিঘায় যখন মমতা, ওদিকে কাঁথিতে শুভেন্দুর সনাতনী সভা, শর্তও চাপাল হাইকোর্ট

কাল, বুধবার দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই সভায় সর্বোচ্চ ৩,০০০ জন মানুষ যোগ দিতে পারবেন। এর বেশি হলে অনুমতি বাতিল হতে পারে।

দিঘায় মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু, শর্ত দিল হাই কোর্ট।-গ্রাফিকদিঘায় মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু, শর্ত দিল হাই কোর্ট।-গ্রাফিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 3:53 PM IST
  • কাল, বুধবার দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
  • প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই সভায় সর্বোচ্চ ৩,০০০ জন মানুষ যোগ দিতে পারবেন।

কাল, বুধবার দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে 'সনাতনী হিন্দু সম্মেলন' করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই সভায় সর্বোচ্চ ৩,০০০ জন মানুষ যোগ দিতে পারবেন। এর বেশি হলে অনুমতি বাতিল হতে পারে।

এই সম্মেলনের আয়োজক একটি হিন্দুত্ববাদী সংগঠন। শুভেন্দু সরাসরি আয়োজক না হলেও তিনিই এই সভার মূল মুখ। রাজ্য সরকার প্রথমে এই সভার অনুমতি দেয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল, ওই দিন দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বড় অনুষ্ঠান রয়েছে। সেখানে অনেক ভিভিআইপি অতিথি আসবেন, তাই প্রচুর সংখ্যক পুলিশ কর্মীর দরকার পড়বে। একই দিনে কাঁথিতে সভা হলে নিরাপত্তা দিতে সমস্যা হতে পারে বলে রাজ্য দাবি করে।

এই কারণে সভার দিন বদলানোর প্রস্তাবও দেয় রাজ্য। কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবী আদালতে বলেন, দিঘা আর কাঁথি আলাদা জায়গা। দূরত্ব অনেক। তাই শান্তিপূর্ণভাবে দুই জায়গাতেই আলাদা আলাদা অনুষ্ঠান হতে পারে।

এই নিয়ে আদালতে দীর্ঘ শুনানি হয়। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, কাঁথির সভা হতে পারবে, তবে শর্ত মানতে হবে। ৩,০০০ জনের বেশি জমায়েত চলবে না। এই রায়ের ফলে, শুভেন্দু অধিকারীর কাঁথির সভা নির্ধারিত দিনেই হতে চলেছে। তবে পুলিশের নজরদারি থাকবে এবং সব নিয়ম মানতেই হবে।

 

Read more!
Advertisement
Advertisement