দক্ষিণ ২৪ পরগনায় একটি কালীমূর্তির ভাঙচুর ও তার পরবর্তী উত্তেজনার উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি অনুযায়ী, ওই ঘটনা তথা মূর্তি ভাঙা হয়েছে কাকদ্বীপের সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়া বা উত্তর চন্দনপুর এলাকায়। তাঁর দাবি, 'জেহাদিরা পুজা মণ্ডপ থেকে মা কালের মূর্তির মাথা কেটে পালিয়ে গেছে। কেউ গ্রেফতার হয়নি।'
পাশাপাশি তাঁর মন্তব্য, 'কালীপুজোয় বাজি ফাটবে না, এটা ইসলামিক দেশ নাকি? সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নিয়মে বাজি ফাটাতে অনুমতি দিয়েছে।' পাশাপাশি, তিনি তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করে বলেন, 'সকাল থেকে ছবি ঘুরছে, কালী ঠাকুরের মাথা নেই।মুসলিম লিগের সরকার চলছে নাকি?।'
তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করেছেন, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে।
ঘটনাটিতে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগণা জেলার এক মন্দিরে কালী প্রতিমার মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। ক্ষুব্ধরা ওই প্রতিমাগুলো নিয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজ করা হচ্ছে।