Advertisement

Suvendu Adhikari: SSC-র অযোগ্যদের মধ্যে ৯০ শতাংশ টাকা দিয়ে চাকরি পেয়েছে, বিস্ফোরক শুভেন্দু

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে ‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ করেছে। শনিবার কমিশনের প্রকাশিত তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Aug 2025,
  • अपडेटेड 4:27 PM IST
  • রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে ‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ করেছে।
  • শনিবার কমিশনের প্রকাশিত তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে ‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ করেছে। শনিবার কমিশনের প্রকাশিত তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'একটা চাকরিও কোনও নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গোটা ভারতবর্ষের সামনে অবৈধভাবে চাকরি দিয়েছে। আজ যাঁরা দাগি বলে চিহ্নিত হলেন, তাঁদের থেকেও মহাদাগি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।'

শুভেন্দুর দাবি, দাগিদের মধ্যে অধিকাংশই টাকা দিয়ে চাকরি কিনেছেন। তাঁর ভাষায়, 'এই দাগিদের মধ্যে ৯০ শতাংশ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আর ১০ শতাংশ নেতা-মন্ত্রীদের সুপারিশে পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। কারও গয়নাগাটি, কারও জমি বিক্রি হয়েছে, আবার কারও গরু-বাছুর পর্যন্ত বিক্রি হয়েছে চাকরি পাওয়ার জন্য।'

এসএসসির তরফে জানানো হয়েছে, আদালতের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমার মধ্যেই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম দফায় ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়, পরে রাতের দিকে আরও দুই জনের নাম যুক্ত হওয়ায় তালিকাভুক্ত অযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০৬। তালিকায় তৃণমূলের কাউন্সিলর, অঞ্চল সভাপতি এবং কয়েকজন বিধায়ক ঘনিষ্ঠের নামও রয়েছে বলে জানা গেছে।

তবে তালিকাভুক্ত অনেকেই এসএসসির এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন। তাঁদের অভিযোগ, কমিশন নিজের দায় এড়াতে দাগি প্রার্থীদের নাম প্রকাশ করেছে। অন্যদিকে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নিয়োগ পরীক্ষায় এই অযোগ্য প্রার্থীরা বসতে পারবেন না বলে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বস্তুত, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য। সেই নির্দেশই এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের একবার তীব্র বিতর্কের আবহ তৈরি করেছে।

 

Read more!
Advertisement
Advertisement