এদিন শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক বিধায়ক চার্জশিট পেয়েছে। এদের বিরুদ্ধে বিধানসভায় রিপোর্টি করতে হয়। সেটা উনি কোনওদিনই করেন না। শুধু নিয়োগের সময় একটা চিঠি পাঠান। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পান, তাকেই হয়ত দেখা যাবে হিউম্যান রাইটসের মেম্বার করে দিয়েছে। অতএব এই সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতার যাওয়ার কোনও প্রশ্নও ওঠে না।'
এর পাশাপাশি তাঁর বক্তব্য, 'তারওপর, খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোনও সুস্থ চেতনা সম্পন্ন মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে যেতে পারবেন না। তিনি নবান্নে ডেকেছেন ১ তারিখ। আমি যাব না। না যাওয়ার কারণ লিখে জানিয়ে দেব।'
এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন শুভেন্দু। সাংবাদিকরা জানতে চান, তিনি কি এ বার বৈঠকে যোগ দেবেন? উত্তরে শুভেন্দু স্পষ্ট জানান, তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন না। তাঁর কথায়, 'দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসব না।'