Advertisement

Suvendu Adhikari-Mamata: মমতা বলছেন 'পুজোয় ফিরুন', কটাক্ষ করেও 'সাবধানী' মন্তব্য শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উৎসবে ফিরুন' মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উনি ঠিক করার কে? বাঙালি নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।' তবে আরজি কর-প্রতিবাদের আবহে 'উৎসব' নিয়ে সরাসরি কিছু বললেন না তিনি। আর তাতে মুচকি হাসছেন সমালোচকরা। অনেকেই বলছেন, শুভেন্দু হয়তো কিছুটা সাবধানী। সরাসরি উৎসবে না ফেরার কথা কিন্তু বললেন না তিনি।

'উৎসবে ফিরুন' নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2024,
  • अपडेटेड 2:27 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উৎসবে ফিরুন' মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী।
  • তিনি বলেন, 'উনি ঠিক করার কে? বাঙালি নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।'
  • এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উৎসবে ফিরুন' মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উনি ঠিক করার কে? বাঙালি নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।' তবে আরজি কর-প্রতিবাদের আবহে 'উৎসব' নিয়ে সরাসরি কিছু বললেন না তিনি। আর তাতে মুচকি হাসছেন সমালোচকরা। অনেকেই বলছেন, শুভেন্দু হয়তো কিছুটা সাবধানী। সরাসরি উৎসবে না ফেরার কথা কিন্তু বললেন না তিনি।

এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একটাও সত্যি কথা বলেন না। তিনি কারও উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। এবারের লোকসভা ভোটে ৫৪ শতাংশ মানুষ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। অতএব বাঙালি কী করবে, সেটা ঠিক করার ক্ষমতা তাঁর নেই।'  

এর পাশাপাশি, রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ডাক্তারদের বিবেক, সাহসিকতা সবটাই আছে। তাই কোনও রাজনৈতিক দলের উপদেশের প্রয়োজন নেই। তাঁরা একমাস ধরে লড়াই করছেন এবং আশা করি, শেষ পর্যন্ত এই লড়াই তাঁরা জারি রাখবেন।'

তিনি আরও বলেন, 'আইন মানুষের জন্য তৈরি হয়, আর মানুষ যদি মনে করে সেই আইন তাদের পক্ষে যাচ্ছে না, তাহলে তারা যে কোনও সিদ্ধান্ত নিতে পারে।'

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে 'গুন্ডা তৈরি করেছেন' বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যখাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, 'শিক্ষা ক্ষেত্রে খাদ্যের থেকেও বেশি দুর্নীতি হয়েছে। এবার স্বাস্থ্যখাতের দুর্নীতি ফাঁস হবে।'

বিমানবন্দরের সাংবাদিক সম্মেলন শেষ করে শুভেন্দু অধিকারী সড়কপথে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement