Advertisement

Suvendu Adhikari: মৃত ভোটারদের নাম কাটা নিয়ে কি দুর্নীতি চলছে? BLO-দের গ্রুপ চ্যাট পোস্ট করে বড় দাবি শুভেন্দুর

মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ না দিতে চাপ দেওয়া হচ্ছে BLO-দের। এমন দাবি তুলে এবার 'প্রমাণ' হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

শুভেন্দু অধিকারী, ফাঁস হওয়া চ্যাট (ইনসেটে)শুভেন্দু অধিকারী, ফাঁস হওয়া চ্যাট (ইনসেটে)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 11:33 AM IST
  • মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দিতে চাপ
  • 'প্রমাণ' হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করলেন শুভেন্দু
  • কী লেখা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে?

SIR প্রক্রিয়া নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম কাজে লাগিয়ে তৃণমূল ভোটব্যাঙ্ক বাঁচাচ্ছে বলে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের বিরোধী দলনেতা নিজের অভিযোগ প্রমাণ করতে 'প্রমাণ' পেশ করলেন। দেখালেন হোয়াটসঅ্যাপ চ্যাট। যেখানে দেখা গিয়েছে, মৃতদের নাম না কাটার জন্য BLO-দের চাপ দেওয়া হচ্ছে। 

ঠিক কী অভিযোগ শুভেন্দুর?
এক্স হ্যান্ডলে হোয়াটসঅ্যাপের দু'টি চ্যাট ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলিতে জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গার BLO-দের চাপ দেওয়ার নমুনা বলে তুলে ধরেন সেই চ্যাট। যেখানে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার জন্য BLO-দের চাপ দেওয়া হচ্ছে। কুলতলির BDO যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, সেখানকার চ্যাটই নমুনা হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু। তবে এই চ্যাটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

শুভেন্দুর পোস্ট

শুভেন্দু অধিকারীর দাবি, 'মৃত ব্যক্তিদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের তথ্যও অপরিবর্তিত রাখার উপর জোর দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে প্রশাসন আদৌ এরকম নির্দেশ দিতে পারে?' এই ইস্যুটি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। 

শুভেন্দুর পোস্ট

বিরোধী দলনেতার বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে অপব্যবহার করে SIR প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। সুনির্দিষ্ট তথ্য সূত্র মারফত এই সব ধান্দাবাজি ফাঁস হচ্ছে। নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছেন না?' শুভেন্দু অধিকারীর পোস্টের পর বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

 

Read more!
Advertisement
Advertisement