Advertisement

Suvendu Adhikari: 'অনেক ঘাম ঝরাতে হয়...', দিঘায় মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন শুভেন্দু

নাম না করে শুভেন্দুকে নিশানা করে দিলীপ ঘোষ কটাক্ষ করেছিলেন। এবার তাঁর সঙ্গে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?

Suvendu Adhikari Suvendu Adhikari
Aajtak Bangla
  • Nandigram ,
  • 03 May 2025,
  • अपडेटेड 10:03 AM IST
  • দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন শুভেন্দু
  • তিনি বলেন, 'আমাকে অনেক ঘাম ঝরাতে হয়'
  • দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চার মাঝে কী বক্তব্য শুভেন্দুর?

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা-দিলীপ সাক্ষাৎ ঘিরে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। এই নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দলের প্রাক্তন রাজ্য সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে কী উত্তর দিলেন সতীর্থ? 

প্রাক্তন রাজ্য সভাপতি দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ঠিক করেছেন না ভুল, তা নিয়ে দ্বিধাবিভক্ত পদ্ম শিবির। দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দিলীপের দিঘার জগন্নাথ মন্দির যাত্রা দল অনুমোদন করেনি। এদিকে, কটাক্ষের সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, 'আমাকে অনেক ঘাম ঝরাতে হয়। আমাকে এসব বিষয় নিয়ে প্রশ্ন করবেন না। গত তিনদিন ধরে আপনারা আমাকে এসব প্রশ্ন করে যাচ্ছেন। তবে আমি কোনও কিছু নিয়েই মন্তব্য করিনি। করতে চাইও না।' শুক্রবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মৌন মিছিলে পা মিলিয়েছিলেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকরা ছেঁকে ধরেন তাঁকে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় নিহত BJP নেতা-কর্মীদের স্মরণে আয়োজিত এই মিছিলেই দিলীপ ঘোষের জগন্নাথধাম যাত্রা প্রসঙ্গ নিয়ে নানা প্রশ্ন করা হয় তাঁকে। বিরোধী দলনেতার সাফ জবাব, 'আমি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।'

অন্যদিকে, সমালোচনার কড়া জবাব দিয়েছেন দিলীপ ঘোষও। সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, 'যাঁরা নিজেদের ধান্দায় অন্য দল থেকে এসেছেন, তাঁদের কাছে BJP করা শিখব না। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বড় হয়েছে, তাঁরা নিজেদের ধান্দায় BJP-তে এসেছে।' নাম না করলেও দিলীপ ঘোষ যে আদতে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন, তা সহজেই অনুমেয় বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। ]

 

Read more!
Advertisement
Advertisement