'উনি আগে নিজের অবস্থানটা স্পষ্ট করুন,' অধীর চৌধুরীকে নিয়ে 'পরামর্শ' শুভেন্দু অধিকারীর। সম্প্রতি দিঘা ও জগন্নাথ ধাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে এমনটাই বললেন শুভেন্দু।
তিনি বলেন, 'উনি তো কংগ্রেসের বড় নেতা, ওয়ার্কিং কমিটির সদস্য। ওঁর দল তো নিঃসন্দেহে বহু দিনের, ইতিহাস আছে। তবে ওই দল তো পরিবারবাদী দল। সনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজিরা, অধীর চৌধুরী যাঁকে চোর বলেন, তাঁরই সঙ্গে খানাপিনা, মৌজমস্তি সব করছেন। স্বাভাবিকভাবেই, অধীর চৌধুরী আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। উনি দিল্লিতে একরকম বলবেন, আবার কলকাতায় একরকম বলবেন, বহরমপুরে আরেকরকম বলবেন, মানুষ তাঁর কথাগুলি আর বিশ্বাস করছে না।'
সাম্প্রদায়িক রাজনীতির শিকার: শুভেন্দু অধিকারী
গত নির্বাচনে অধীরের ভরাডুবির কারণও বিশ্লেষণ করলেন শুভেন্দু। তাঁর দাবি, ভোটে মেরুকরণের শিকার হয়েছেন অধীর। বলেন, 'অধীর চৌধুরী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির শিকার। অধীর চৌধুরী নামটা হিন্দু বলেই তাঁকে মুসলমানরা ভোট দেয়নি। ইউসুফ পাঠান বাংলা বলতে জানেন না। গুজরাটি। তাঁকে ভোট দিয়েছে কেবলমাত্র মুসলমান বলে। তাই অধীর চৌধুরী আগে নিজের অবস্থানটা স্পষ্ট করুন। তারপর নিশ্চিতভাবেই অধীরদার মতো অতি সিনিয়র নেতার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে। অধীরদা যা বলছেন, তা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য় বলছেন। কংগ্রেসের নীতির সঙ্গে অধীর চৌধুরীর বক্তব্যের কোনও মিল নেই।'