
'ভাইপো আর আইপ্যাক মিলে আইএএসদের লিস্ট বানিয়েছে। কোনও লাভ হবে না,' তোপ শুভেন্দু অধিকারীর। সোমবার ভদ্রেশ্বরের দক্ষিণপাড়া সারদাপল্লির জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে যান বিরোধী দলনেতা। সেই পুজোর মঞ্চ থেকেই ছুড়লেন রাজনৈতিক তীর। বললেন, 'SIR হবে। কেউ আটকাতে পারবে না।' শুভেন্দুর দাবি, 'এবার নজরদারি আরও কঠিন হবে। নির্বাচন কমিশনও দেখবে, আমরাও দেখব। SIR মানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। যা আগেও হয়েছে।'
বিরোধী নেতার দাবি, সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, 'কোনও ভারতীয়ের চিন্তা নেই। সে যে দলেরই হোক।' তারপরেই বলেন, 'বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও ভয় নেই। এমনকি ভারতীয় মুসলমানদেরও চিন্তার কারণ নেই।'
শুভেন্দুর অভিযোগ, 'আইপ্যাক আর ভাইপোর ঘনিষ্ঠ আইএএসরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানাচ্ছে।'
এদিন বিরোধী নেতার বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, শুভেন্দুর এই অভিযোগের পর রাজ্য সরকার এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেয়। তবে আপাতত শুভেন্দুর হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে SIR কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
রিপোর্টার: রাহি হালদার