Advertisement

Suvendu-Mamata: 'আপনাকে প্রাক্তন করে ছাড়ব', SSC রায় প্রসঙ্গে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

এসএসসি মামলার রায়কে 'বেআইনি' বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের সভা থেকে মমতাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের হার মনে করিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি 'আপনাকে প্রাক্তন করে ছাড়ব।' মমতাকে 'চোরেদের রানি' বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। 

মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2024,
  • अपडेटेड 4:57 PM IST
  • মমতাকে ফের নিশানা শুভেন্দুর।
  • মমতাকে চোর বলে কটাক্ষ শুভেন্দুর।
  • মমতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

এসএসসি মামলার রায়কে 'বেআইনি' বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের সভা থেকে মমতাকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের হার মনে করিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি 'আপনাকে প্রাক্তন করে ছাড়ব।' মমতাকে 'চোরেদের রানি' বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। 

ঠিক কী বলেছেন শুভেন্দু?
 বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভায় শুভেন্দু বলেন, ' ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর শাগরেদ পার্থ চট্টোপাধ্যায়। চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়কে স্বাগত জানাচ্ছি। আর কি কোনও প্রমাণের অপেক্ষা রয়েছে? তৃণমূল মানে চোর।'

এরপরেই মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'উন্মাদের মতো চিৎকার করছেন। বলছেন, এই রায় মানেন না। আপনাকে মানতে হবে না। নন্দীগ্রামে হারিয়েছিলাম। আমি আর ড. মজুমদার, দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়ব, দেখতে থাকুন।' শুভেন্দু আরও বলেছেন, '৫ মে ২০২২ সালে মন্ত্রিসভার বৈঠকে সেদিন যাঁরা ছিলেন, তাঁদের হেফাজতে নিক সিবিআই।চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা।'

কী বলেছেন মমতা?

এসএসসি মামলার রায় নিয়ে সোমবার রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'বোমা ফাটাবেন বোমা! ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে, এমন বোমা! আমিও বলে রাখি, আমরাও লড়ে লযাব। লড়াই করব। যাঁদের চাকরি বাতিল করা হল, চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি। যত দূর দরকার, লড়াই করব। এক জনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তাঁর রায় ছিল।' এরপরে মমতার সংযোজন, 'বিচারক নিয়ে বলছি না। রায় নিয়ে বলছি, অধিকার রয়েছে। রায়কে চ্যালেঞ্জ করছি।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement