Advertisement

Suvendu on Arjun Singh: 'অর্জুন সিংকে হেনস্থা করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে,' হুঁশিয়ারি শুভেন্দুর

অর্জুন সিংয়ের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হুশিয়ারি, 'অর্জুন সিং এবং তাঁর পরিবারকে কোনওরকম হেনস্থা করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে।' 

স্বপন কুমার মুখার্জি
  • ভাটপাড়া,
  • 28 Mar 2025,
  • अपडेटेड 3:39 PM IST

অর্জুন সিংয়ের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হুশিয়ারি, 'অর্জুন সিং এবং তাঁর পরিবারকে কোনওরকম হেনস্থা করা হলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে।' 

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাম নবমী বানচাল করতেই পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আর তার ফলেই গুলি-বোমা চালানো হয়েছে। তিনি আরও বলেন, 'লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অর্জুন সিংকে গ্রেফতার ও হত্যার চেষ্টা করা হচ্ছে।' শুভেন্দু স্পষ্ট জানান, 'আমরা ছেড়ে দেব না! অর্জুন সিং এবং তাঁর পরিবারকে হেনস্থা করলে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে।'

শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'অর্জুন সিং ও তাঁর পরিবারকে হেনস্থা করলে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করা হবে।' বিজেপি নেতা তাপস রায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পবন সিংকে সামনে রেখে প্রশাসনকে চ্যালেঞ্জ জানান শুভেন্দু।

আরও পড়ুন

এদিন শুভেন্দু অধিকারী বোমায় আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশদের তোষামোদ করে ভারতের বিপ্লবীদের অপমান করেছেন। তাই তাঁর পাসপোর্ট এবং ভিসা বাতিলের দাবি জানান তিনি। ভারত সরকারের কাছে শুভেন্দুর আর্জি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট-ভিসা বাতিল করা হোক। তিনি দেশের বিপ্লবীদের অসম্মান করেছেন।'

শুভেন্দুর হুঁশিয়ারির পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

Read more!
Advertisement
Advertisement