
কোথাও BLO আক্রান্ত হলে তার দায় BJP র নয়। কিন্তু BLA2 দের উপর হামলা হলে 'বুঝে নেওয়া হবে'। মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ৪ নভেম্বর থেকে বাংলায় SIR এর প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন BLO রা। এদিকে এরই মধ্যে দুই মেগা মিছিল। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR এর বিরোধিতায় মিছিল। অন্য়দিকে SIR এর সমর্থনে পাল্টা মিছিল শুভেন্দু অধিকারীর।
মঙ্গলবার সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। এরপর SIR ইস্যুতে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, ঠিক একইসময় রেড রোডে মিছিল শেষে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী বলেন, 'নির্বাচন কমিশন বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। এই সাপেরা পিল পিল করে বেরিয়ে আসছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, পিছনে সাপ এগিয়ে চলেছে।'
তিনি বলেন, 'এ তো মাত্র স্বরূপনগরে ৯৪টা ধরা পড়েছে। আর SIR শুনেই সব পালিয়েছে অনেকে। নিউ টাউনে হঠাৎ সকালে কাজের লোক নাই। তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।'
শুভেন্দু বলেন, 'এদিকে তৃণমূলের নেতারা এখনও বলে চলেছেন SIR হতে দেবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাদের পিতৃপরিচয় থাকলে SIR বন্ধ করে দেখান।'
শুভেন্দুর কথায়, 'SIR নিয়ে আমি BJP কর্মীদের একটাই কথা বলব, BLO কে মারলে, SIR আটকাতে এলে ইলেকশন কমিশন বুঝবে। ওটা আমাদের এক্তিয়ার না, মারামারিতে জড়াবেন না। কিন্তু BLA 2 যদি আক্রান্ত হয়, তাহলে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য্য, সুকান্ত মজুমদাররা বুঝে নেব, গ্যারান্টি দিলাম।'
শুভেন্দু বলেন, 'ভোটার তালিকা না বের হলে ভোট হবে না, ভোট না হলে ৪ মে-র মধ্যে সরকার হবে না। ভোট না হলে কী হয়? রাষ্ট্রপতি শাসন হয়।'
হিন্দুদের আশ্বাস দিয়ে তিনি বলেন, 'বাংলাদেশি রোহিঙ্গাদের একটা নামও থাকবে না। আর হিন্দু শরণার্থী, আপনাদের স্থান ভারতবর্ষে আছে। আজকে নয়, যেদিন থেকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দুরা ধর্ম নিয়ে বিপদে পড়েছেন, তখনই ভারতমাতা এগিয়ে এসেছেন।'
প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে বলেন, '২০১৯ সালে প্রধানমন্ত্রী ঠাকুরনগরে CAA আনবেন বলে কথা দিয়েছিলেন। ২০২৪ থেকে সেটা চালুও হয়েছে।'
তিনি বলেন, 'পহেলগাঁওয়ে যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা, তাঁদের মধ্যে যাদবপুরের বিতান অধিকারী ছিলেন। তাঁর স্ত্রীকে এক মাসের মধ্যে সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে। তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা। ২০০২ এর পর যাঁরা এখানে এসেছেন, যাঁদের বাবা-মায়ের এখানে জন্ম নয়, তাঁরা সিএএ তে অ্যাপ্লাই করবেন।'
শুভেন্দু আরও বলেন, 'এই যে ভয় দেখাচ্ছে... CAA তে অ্য়াপ্লাই করলেই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। আপনাদের বলে রাখি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন সবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন।'
তিনি বলেন, 'এখন গাছে উঠতে গিয়ে, বাজ পড়ে কেউ মারা গেলেও বলছে SIR এর ভয়ে মারা গিয়েছেন। সব সুইসাইড নোট মিথ্যা। এই রাজ্যে যদি কোনও বেকার যুবক যুবতী সুইসাইড করেন, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'