Advertisement

Garden Reach Building Collapse: ফিরহাদের মুখে গার্ডেনরিচ কাউন্সিলরের প্রশংসা! ভিডিও পোস্ট করে তুলোধনা শুভেন্দুর

গার্ডেনরিচের ঘটনায় ফের ফিরহাদ হাকিমকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পুরমন্ত্রীর সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের একটি পুরনো ভিডিও পোস্ট করলেন শুভেন্দু। তাতে ফিরহাদ হাকিমকে শামস ইকবালের প্রশংসা করতে দেখা যাচ্ছে। গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে ফিরহাদ ও শামস ইকবালকে লাগাতার নিশানা করেছেন শুভেন্দু। 

ফিরহাদকে ফের নিশানা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2024,
  • अपडेटेड 9:30 PM IST
  • গার্ডেনরিচের ঘটনায় ফের ফিরহাদ হাকিমকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পুরমন্ত্রীর সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের একটি পুরনো ভিডিও পোস্ট করলেন শুভেন্দু।
  • তাতে ফিরহাদ হাকিমকে শামস ইকবালের প্রশংসা করতে দেখা যাচ্ছে। গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে ফিরহাদ ও শামস ইকবালকে লাগাতার নিশানা করেছেন শুভেন্দু। 
  • শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'মেয়রের প্রশংসা। এমনকি তিনি তাঁর রাজনৈতিক উত্তরসূরিও হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।'

গার্ডেনরিচের ঘটনায় ফের ফিরহাদ হাকিমকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পুরমন্ত্রীর সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের একটি পুরনো ভিডিও পোস্ট করলেন শুভেন্দু। তাতে ফিরহাদ হাকিমকে শামস ইকবালের প্রশংসা করতে দেখা যাচ্ছে। গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে ফিরহাদ ও শামস ইকবালকে লাগাতার নিশানা করেছেন শুভেন্দু। 

শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'মেয়রের প্রশংসা। এমনকি তিনি তাঁর রাজনৈতিক উত্তরসূরিও হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।' এরপরেই শুভেন্দুর প্রশ্ন, 'মেয়র কি ১৩৪ নম্বর ওয়ার্ডে কতগুলি অবৈধ নির্মাণ করা হয়েছে তা জানতে অডিট করবেন? নাকি তিনি অডি চালানো কাউন্সিলরকে ছাড় দিয়ে দেবেন?'

শুভেন্দুর দাবি, গার্ডেনরিচের ঘটনার পরেও কোনও সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। এর জন্য সরাসরি পুরমন্ত্রী ও কাউন্সিলরকে দায়ী করেছেন বিরোধী দলনেতা। 

শুভেন্দুর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, 'কাল কা ববি হাকিম, আজ কা শামস ইকবাল।'

দেখুন ভিডিও:

শুভেন্দুর দাবি, 'এর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আরও জলাশয় ভরাট হয়ে যাবে এবং অবৈধ নির্মাণ চলতে থাকবে।'

শুভেন্দু দাবি করেছেন, 'যে এলাকায় ৫০-৬০% বিল্ডিংই বেআইনি, সেখানে মেয়র কীভাবে বেআইনি নির্মাণের উপর পদক্ষেপ গ্রহণ করবেন?' আরও এক ধাপ এগিয়ে পুরমন্ত্রী ও কাউন্সিলরকেই গোটা ঘটনার জন্য দায়ী বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। 

উল্লেখ্য, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছে গিয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement