Advertisement

Suvendu Adikari: ‘টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে,’ সিঙ্গুরে দাঁড়িয়ে বড় দাবি শুভেন্দুর

সিঙ্গুরে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ন্যায্য মূল্যে আলুর দাম না পাওয়ার অভিযোগে কৃষকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই কৃষকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী।-ফাইল ছবিশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 4:48 PM IST
  • সিঙ্গুরে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • বুধবার ন্যায্য মূল্যে আলুর দাম না পাওয়ার অভিযোগে কৃষকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি।

সিঙ্গুরে ন্যায্য মূল্যে আলুর দাম না পাওয়ার অভিযোগে কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এক বিক্ষোভসভায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং শাসক দলের নীতিকে সরাসরি দায়ী করেন কৃষকদের দুর্দশার জন্য।

শুভেন্দুর অভিযোগ, সিঙ্গুরবাসী সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, "কারখানা হয়নি, ফসল হয়নি, মাছ চাষও হয়নি। টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। শুধু কারখানা নয়, নষ্ট হয়েছে জমিও।" তাঁর দাবি, সিঙ্গুর-সহ রাজ্যের বহু কৃষক কেন্দ্রীয় পিএম কিষান সম্মান নিধির সুবিধা থেকে বঞ্চিত, কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ৩৩ লক্ষ পরিবারের নাম তালিকায় পাঠাচ্ছে না।

ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করার অভিযোগও তোলেন শুভেন্দু। তিনি জানান, মোদী সরকার বছরে ৩৭ হাজার কোটি টাকা সারে ভর্তুকি দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা সেই সুবিধা পাচ্ছেন না।

আলুর বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'কালীপুজো গেলেই আলুর সিজন শুরু হবে। তখন ১২০০ টাকার সার ২৫০০ টাকা হবে। সরকারের উচিত পূর্ব বর্ধমান, মেদিনীপুর ও হাওড়ার অংশ থেকে ১৫ টাকা কেজি দরে আলু কেনা।' এই দাবিতে তিনি কৃষকদের আন্দোলন তীব্র করার আহ্বান জানান এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনীতি নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, 'ওদের একটাই লক্ষ্য—মুসলিম ভোটব্যাঙ্ক আঁকড়ে রাখা, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের ঢোকানো এবং ভোটের আগে ভাতা দিয়ে তোষণ করা।'


 

Read more!
Advertisement
Advertisement