Advertisement

Abhishek Banerjee: দিল্লিতে ট্র্যাফিক সিগন্যাল থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, মোদী-শাহকে টার্গেট অভিষেকের

কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে কোনওরকমে পরিবারের কাছে ফিরে আসে কিশোরী। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য অভিষেকেরকর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য অভিষেকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • রাজধানী দিল্লিতে ফের নাবালিকার ওপর নৃশংসতার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।
  • ট্রাফিক সিগন্যাল থেকে ফুল বিক্রি করা ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ই-রিকশাচালকের বিরুদ্ধে।

রাজধানী দিল্লিতে ফের নাবালিকার ওপর নৃশংসতার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ট্রাফিক সিগন্যাল থেকে ফুল বিক্রি করা ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ই-রিকশাচালকের বিরুদ্ধে। ঘটনার পর অচৈতন্য অবস্থায় তাকে জঙ্গল এলাকায় ফেলে রেখে পালায় অভিযুক্ত। দিল্লি পুলিশের তৎপরতায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি প্রসাদ নগর এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ওই দিনও ট্রাফিক সিগন্যালের কাছে গোলাপ ফুল বিক্রি করছিল কিশোরী। সেই সময় একটি ই-রিকশা দাঁড়ায়। চালক তাকে রিকশায় বসতে বলে এবং জানায়, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তার সব ফুল সহজেই বিক্রি হয়ে যাবে। অভিযোগ, সেই কথায় বিশ্বাস করেই রিকশায় ওঠে কিশোরী।

 

এফআইআর অনুযায়ী, এরপর অভিযুক্ত কিশোরীকে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। অত্যাচারের ফলে কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়লে, অভিযুক্ত ধরে নেয় সে মারা গিয়েছে। এবং সেখানেই তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে কোনওরকমে পরিবারের কাছে ফিরে আসে কিশোরী। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, শেষ যেখানে কিশোরীকে দেখা গিয়েছিল, সেই এলাকা সংলগ্ন প্রায় ১৫টি রুটের ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। বর্তমানে নির্যাতিতা গভীর মানসিক আঘাতে রয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারকে কটাক্ষ করে অভিষেক লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তনের কথা বলেন। পরিবর্তন শুরু হওয়া উচিত বিজেপি শাসিত রাজ্য থেকেই। যে সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার অধিকার নেই।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement