Advertisement

Partha Chatterjee: জামিন পাবেন কি পার্থ? রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

শিক্ষায় নিয়োগে দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পাবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বুধবার পার্থের জামিনের মামলায় রায়দান রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন পার্থ। বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন তিনি। পার্থের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা। তারপরেই পার্থের জামিনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। 

পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে।পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Dec 2024,
  • अपडेटेड 2:24 PM IST
  • শিক্ষায় নিয়োগে দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পাবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
  • বুধবার পার্থের জামিনের মামলায় রায়দান রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট।
  • সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা।

শিক্ষায় নিয়োগে দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পাবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বুধবার পার্থের জামিনের মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন পার্থ। বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন তিনি। পার্থের সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা। তারপরেই পার্থের জামিনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। 

এদিন শুনানিতে, আদালত বলে যে, পার্থ যদি একজন দুর্নীতিগ্রস্ত হন, তা হলে একজন দুর্নীতিতে অভিযুক্ত সহজে জামিন পেয়ে যাবেন? এতে সমাজের কাছে কী বার্তা যাবে, এই প্রশ্ন তোলে আদালত। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের বিষয়টিও তোলা হয়। এর পাল্টা পার্থের আইনজীবী মুকুল রোহতগী বলেন, যে জায়গা থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা একটি সংস্থার। পাল্টা আদালত জানায় যে, ওই সংস্থাটি পার্থের নিয়ন্ত্রণে ছিল। পার্থ ও অর্পিতার নামে যৌথ ভাবে সম্পত্তি কেনার বিষয়টিও তোলে আদালত। 

শুনানিতে ইডির আইনজীবী এসভি রাজু পার্থের জামিনের বিরোধিতা করেন। ইডির তরফে বলা হয় যে, অন্য মামলাতেও পার্থের বিরুদ্ধে তদন্ত চলছে। ইডির মামলায় পার্থ জামিন পেলেও জেল থেকে ছাড়া পাবেন না। কারণ, সিবিআইয়ের দুই মামলায় পার্থ হেফাজতে রয়েছেন। 

পার্থের আইনজীবী বলেন যে, আড়াই বছরেরও বেশি সময় ধরে পার্থ জেলবন্দি রয়েছেন। এই মামলায় অনেকে জামিনে মুক্ত হয়েছেন। শেষে এই মামলায় রায়দান রিজার্ভ করে শীর্ষ আদালত। 
 

Read more!
Advertisement
Advertisement