রাজ্যে গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল থাকছে। আপাতত ১ বছরের জন্য গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৭ নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নির্দেশিকা।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা ভেবেই গুটখা এবং পান মশলায় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১১ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রিয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ধারা মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন রাজ্যে গুটখা এবং তামাকজাত পান মশলা তৈরি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাও এই নিয়ে পদক্ষেপ করেছিল আগে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়ানো হল।
অন্য দিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জ্বর ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক, পুলিশ সুপারদের বিশেষ নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সবাইকে একযোগে যে কোনও বিপর্যয় মোকাবিলার নির্দেশে দেন তিনি। নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ আছে। যেখান এমন রয়েছে, মশারি দিতে হবে। তিনি বলেন, 'আমি সরকারি অনুদান ছাড়াও নিজের উদ্যোগে কয়েক হাজার মশারি পাঠিয়েছি। পুলিশকে দিয়ে অনেক রিলিফের কাজ করেছি এর আগে।' মুখ্যমন্ত্রী আরও বলেন যে, এই সমস্ত রোগে বেশি আক্রান্ত হলে ডাক্তার দেখিয়ে নিতে হবে। জেলা থেকে কলকাতায় সবাইকে রেফার করার প্রবণতাতেও আপত্তি জানান তিনি। তিনি বলেন, 'সবাইকে রেফার না করে, টেলি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করিয়ে নেওয়া যায়।' সর্দির ওষুধ, ডায়েরিয়া, ওআরএস ঠিকমতো সরবরাহ করার কথা বলেন তিনি।