Advertisement

Bangladeshi infiltrators detained: চোরা পথে বনগাঁয় এসে আটক ৩ বাংলাদেশি যুবক, ৪ দিনের পুলিশি হেফাজত

দিন কয়েক আগে চোরা পথে ভারতের বনগাঁয় এসে গা ঢাকা দিয়েছিলেন ৩ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার, ৯ জানুয়ারি রাতে অন্য জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। খবর পেয়ে বনগাঁ থানার কলমবাগান এলাকা থেকে তিনজনকে হাতেনাতে ধরল পুলিশ। 

চোরা পথে বনগাঁয় এসে আটক ৩ বাংলাদেশি যুবকচোরা পথে বনগাঁয় এসে আটক ৩ বাংলাদেশি যুবক
স্বপন কুমার মুখার্জি
  • বনগাঁ,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 1:47 PM IST

দিন কয়েক আগে চোরা পথে ভারতের বনগাঁয় এসে গা ঢাকা দিয়েছিলেন ৩ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার, ৯ জানুয়ারি রাতে অন্য জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। খবর পেয়ে বনগাঁ থানার কলমবাগান এলাকা থেকে তিনজনকে হাতেনাতে ধরল পুলিশ। 

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বনগাঁ-বাগদা সড়কের কলম বাগান বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহম্মদ সোহাগ মিঁঞা, হাসান মিঁঞা ও ইয়াসিন সরকার। তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও গাজিপুর জেলায়। তাদের কথাবার্তায় অত্যন্ত অসঙ্গতি ধরা পড়েছে। তাদের চোরা পথে ভারতে আনা দুই দালালের সন্ধান চলছে।  

সূত্রের খবর, জাল নথিপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিন দেশে যাওয়ার পরিকল্পনা নাকি কোনও দুষ্কৃতীমূলক কাজের পরিকল্পনা নিয়ে ভারতে এসেছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে চাইছে পুলিশ। শুক্রবার, ১০ জানুয়ারি ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। 

আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, তিন বাংলাদেশি যুবকের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। সে কারণেই পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে। তদন্তের স্বার্থে বেশি কিছু তথ্য দিতে নারাজ পুলিশ। তবে যে দালালরা ওদের এনেছিল তারা গা ঢাকা দিয়েছে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement