কলকাতা-সহ রাজ্যের সব জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা গড়াতে যদিও রোদের দেখা পাওয়া গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজও রাজ্যের কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
ফের বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় আজ এবং শনিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্ কমল। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে২৮.২ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৫১ শতাংশ।
কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কোথায় কত তাপমাত্রা?
বৃহস্পতিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১৫.৫ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৮.৯ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৫.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৯ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ২১.৯ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৮ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।