বাঘের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া। আবারও মিলল বাঘের পায়ের ছাপ। এবার পুরুলিয়ার রাইকা পাহাড়ে। বাঘের পায়ের ছাপ দেখা যেতেই তৎপর হয়ে উঠেছে বন দফতর। তবে এখনও বাঘের নাগাল পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরেই বাঘ ধরতে গিয়ে নাজেহাল অবস্থা বন দফতরের।
বাঘ ধরতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, ওড়ানো হচ্ছে ড্রোন, খাঁচার মধ্যে ফাঁদ পেতে রাখা হচ্ছে গবাদি পশু। জালের বেড়া দেওয়া হচ্ছে পাহাড় সংলগ্ন জঙ্গলে। জানা গিয়েছে, জঙ্গলে বসানো হয়েছে ৭৫ টি ট্রাপ ক্যামেরা। গবাদিপশুর টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে ৫টি। বাঘের খোঁজে ড্রোন দিয়ে চলছে নজরদারি। বন দফতরের ৮টি টিম জঙ্গলের বিভিন্ন এলাকায় বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
বাঘের আতঙ্ক প্রসঙ্গে এক আধিকারিক জানান, রাইকা পাহাড়ে বাঘের ছাপ দেখা গিয়েছে। উত্তর দিকে যাতে বান্দোয়ান, মুকুটমণিপুর এলাকায় যেতে না পারে বাঘ, তার জন্য জালের বেড়া দেওয়া হয়েছে। বাঘের হদিশ পেতে ক্যামেরা বসানো হয়েছে। তাঁর কথায়, 'আমাদের ৮টি দল কাজ করছে। গ্রামবাসীরাও সহযোগিতা করছেন। আশা করছি, ধরা পড়বে। গতকাল স্থানীয় এক কৃষক সকালে বাঘ দেখেছেন।' বাঘের আতঙ্ক নিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই এ রাজ্যে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। ওড়িশার সিমলিপাল থেকে জিনত নামের একটি বাঘিনীকে ঘিরে গত বছরের শেষে আতঙ্ক ছড়িয়েছিল। কয়েকদিন ধরে এ রাজ্যে দাপানোর পর শেষে বন্দি করা হয় ওই বাঘিনীকে। সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠেও রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক ছড়ায়। বার বার বাঘের আতঙ্কে উদ্বিগ্ন বনকর্মী থেকে সাধারণ মানুষ।