Advertisement

TMC Chiranjit Chakraborty: 'কাকলি ভোট পান না কেন?' হঠাত্‍ উল্টো সুর TMC-র চিরঞ্জিতের, মুখ খুললেন দুর্গাপুর নিয়েও

ফের বিস্ফোরক বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তাঁর মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বিজয়া সম্মিলনী থেকে দলীয় সাংসদকে ভোট দেওয়ার আবেদন করেছেন চিরঞ্জিত চক্রবর্তী।

চিরঞ্জিত চক্রবর্তী-কাকলি ঘোষদস্তিদারচিরঞ্জিত চক্রবর্তী-কাকলি ঘোষদস্তিদার
Aajtak Bangla
  • বারাসাত,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 5:39 PM IST

ফের বিস্ফোরক বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তাঁর মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বিজয়া সম্মিলনী থেকে দলীয় সাংসদকে ভোট দেওয়ার আবেদন করেছেন চিরঞ্জিত চক্রবর্তী।

বিধায়ক অভিনেতা চিরঞ্জিত বলেন, তিনি কিছুই করেন না তাও কাকলি ঘোষ দস্তিদারের থেকে বেশি ভোট পান। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এত কাজ করেও ভোট পাচ্ছে না কেন?

বারাসতে বিজয়া সম্মিলনী থেকে কাকলি ঘোষদস্তিদারকে চিরঞ্জিত বলেন, তাঁর ভিতরে একটা দুঃখ রয়েছে, ক্ষোভ রয়েছে। কেন বারাসতের ৩৫টি ওয়ার্ড থেকে ভাল ভোট পান না তৃণমূল সাংসদ। এ এক মজার ব্যাপার, কেন এমনটা হয় তাঁর জানা নেই।

চিরঞ্জিত এও বলেন, ১৫ বছর হতে চলল এখনও রাজনীতিটাই বোঝেন না। 

এই মঞ্চ থেকেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ খোলেন বারাসতের বিধায়ক। দুর্গাপুর ইস্যুতে বারাসাতের বিধায়ক বলেন, “এসব যুগ যুগ ধরে চলছে।” 

বলেন, “নারী নির্যাতনের কোনও সমাধান হয় নাকি। যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে চলেছে। সবাই চেষ্টা করে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। রাম রাজ‍্যে এই ধরনের ঘটনা কম ছিল কি না, তা আমার জানা নেই। কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি এই ধরনের ঘটনা। আগেও হয়েছে। এখনও হচ্ছে। হয়তো পরেও হবে। কিন্তু সেটাকে কমানোর উপায় বের করতে হবে।” এর আগেও তিনি মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন। ফের ঘটল একই ঘটনা।

Read more!
Advertisement
Advertisement