Advertisement

TMC conflict: খড়্গপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চাঞ্চল্য, পঞ্চায়েত প্রধানকে জুতোপেটা ও মুখে কালি, নিন্দা শুভেন্দুর

খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের দুই নেত্রী। ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ছড়িয়েছে, আর বিরোধীরা পেয়েছে নতুন অস্ত্র।

ভিডিও থেকে নেওয়া ছবি।-ফাইল ছবিভিডিও থেকে নেওয়া ছবি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের দুই নেত্রী।
  • ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ছড়িয়েছে, আর বিরোধীরা পেয়েছে নতুন অস্ত্র।

খড়্গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের দুই নেত্রী। ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ছড়িয়েছে, আর বিরোধীরা পেয়েছে নতুন অস্ত্র।

অভিযোগ, পঞ্চায়েতের কিছু কাজ নিয়ে বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংহের ওপর চড়াও হন। অফিসের ভেতরেই হাতাহাতি ও ধস্তাধস্তির পর নাকি সুজাতা তাঁকে জুতোপেটা করেন এবং মুখে কালি মাখিয়ে দেন।

 

জানা গেছে, এক পঞ্চায়েত সদস্য কাজের দাবি নিয়ে এসেছিলেন। আগেভাগেই উনি কালি নিয়ে এসেছিলেন গায়ে ছেটানোর জন্য। তখনই ধস্তাধস্তি শুরু হয়। পাল্টা দাবি, পঞ্চায়েত প্রধানই আগে আঘাত করেন। 
ঘটনার খবর পেয়ে চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে পৌঁছায় খড়্গপুর ২ নং ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়্গপুর থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কটাক্ষ করেছেন। তিনি বলেন, তৃণমূল শুধু আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করেই থামছে না, এখন নিজের দলেরই তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ-এর উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, এটি তৃণমূলের পরিকল্পিত আক্রমণ, যদিও শাসক দল তা অস্বীকার করে। বর্তমানে শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন, তাঁর চোখের নিচের হাড় ভেঙে গেছে বলে জানা গিয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement