Advertisement

Saugata Roy: অপারেশন সিঁদুর: 'চটচটে' মন্তব্যে সৌগতর পাশে দাঁড়াল না TMC

অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য TMC-র বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। তবে দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সৌগতর মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। শুক্রবার, এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্টে তৃণমূল জানায়, ‘সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য একান্তই তাঁর নিজস্ব। এটি দলের মতামত নয়।’

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2025,
  • अपडेटेड 1:58 PM IST
  • অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য TMC-র বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের।
  • দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সৌগতর মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না তৃণমূল কংগ্রেস।
  • তাঁর এই বক্তব্য তৃণমূলে অন্য নেতাদের সম্পূর্ণ ভিন্ন সুরে।

অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য TMC-র বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। তবে দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সৌগতর মন্তব্যকে কোনওভাবেই সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। শুক্রবার, এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্টে তৃণমূল জানায়, ‘সাংসদ সৌগত রায়ের করা মন্তব্য একান্তই তাঁর নিজস্ব। এটি দলের মতামত নয়।’

কী বলেছিলেন সৌগত রায়?

সম্প্রতি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে ঘটনাপ্রবাহ শেষ হয়েছে, তা ভারতের পক্ষে সম্মানজনক নয়। তাঁর বক্তব্য, ‘ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি। এটা ভারতের কাছে লজ্জার বিষয়।’ শুধু তাই নয়, তাঁর মন্তব্যে অপারেশন সিঁদুরকে বলা হয়েছে ‘মাসি(Massy) সেন্টিমেন্ট, চটচটে আবেগ’-এর মতো। তাঁর মতে, এই অভিযান ভারতের কোনও কূটনৈতিক বা সামরিক সাফল্য ছিল না।

সৌগত রায় আরও বলেন, ‘পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মতো কিছু হয়নি। যুদ্ধ হয়নি, গোটা বিষয়টাই হাস্যকর। ড্রোন এদিক ওদিক করেছে, দু-একটা মিসাইল পড়েছে।’

তাঁর এই বক্তব্য তৃণমূলে অন্য নেতাদের সম্পূর্ণ ভিন্ন সুরে। তৃণমূলের অন্যান্য নেতারা অপারেশন সিঁদুরকে ‘সাফল্য’ হিসেবে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন জানিয়েছেন।

সৌগতর এই ব্যতিক্রমী অবস্থানেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়। বৃহস্পতিবার, রাজ্য বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে মুরলিধর সেন লেনে প্রতিবাদ মিছিল করে। বিজেপির দাবি, একজন সাংসদ হয়েও এমন মন্তব্য করা দেশের গর্বে আঘাত দেওয়ার সামিল। তাঁদের অভিযোগ, সৌগত রায়ের বক্তব্য ভারতীয় সেনার অসম্মান।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এখন আর ঝুঁকি নিতে চাইছে না। রাজ্যের শাসক দল স্পষ্ট বার্তা দিয়েছে, সৌগত রায়ের মন্তব্য তাঁর নিজের। দল এতে কোনওভাবেই যুক্ত নয়।

সৌগত রায়ের এই অবস্থান এবং তৃণমূলের প্রকাশ্যে ‘দূরত্ব’ তৈরি করা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। এর ফলে দলের মধ্যে সৌগত রায়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement